আইনি গ্যাঁড়াকলে পড়ছেন প্রভা!
সাদাকালো নিউজ
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ক্যারিয়ারের শুরুতেই সাড়া জাগিয়েছিলেন। বেশ কিছু মানসম্মত কাজের মাধ্যমে ছন্দেই পথ চলছিলেন। তবে জনপ্রিয়তার পারদ যখন ঊর্ধ্বমুখী, তখন হঠাৎ করে হয় ছন্দপতন। ব্যক্তিজীবনে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় ভীষণ নাকানি-চুবানি খেতে হয় তাকে।
এরপর অনেকটা সময় পর্দার আড়ালে ছিলেন প্রভা। তারপর আবার পর্দায় ফেরেন। কাজ দিয়ে মসৃণ করে তোলেন নিজের ক্যারিয়ার। কিন্তু এখনও অপ্রত্যাশিত সেই ঘটনা তাড়া করে ফেরে অভিনেত্রীকে। আর এর জন্য অভিনেত্রী অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সংবাদকর্মীদের।
ক’দিন আগে প্রভার সেই ভাইরাল ভিডিওর বিষয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়ে ভবিষ্যতে এমন কাজ করবেন না– এই মর্মে লিগ্যাল নোটিশ পাঠান জয়নাল আবেদীন মাযহারী নামে এক আইনজীবী। জবাব না দিলে ভাইরাল হওয়া ভিডিওর কারণে গণউৎপাত ও নৈতিক অবক্ষয় সৃষ্টির অভিযোগে মোকদ্দমা দায়ের করারও ঘোষণা দেন তিনি। এবার প্রভার বিরুদ্ধে মোকদ্দমার প্রস্তুতি নিচ্ছেন এই আইনজীবী।
দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, ১৪ দিন শেষ হতে চলল কিন্তু প্রভার পক্ষ থেকে প্রাপ্তিস্বীকার আসেনি। নোটিশের জবাবও পাইনি। তাই তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কাজ শুরু করেছি।
জয়নাল আবেদীন মাযহারী বলেন, আইনজীবী হওয়ার পাশাপাশি আমি একজন মুসলিম নাগরিক। অভিনেত্রী প্রভাকে হেয় বা ছোট করা আমার বিন্দুমাত্র কাম্য নয়। আমি চাই, তিনি যে ভুল কাজটি করেছেন, একজন মুসলমান হয়েও গোপন সম্পর্কে জড়িয়েছেন। এতে তার ফ্যান ফলোয়াররাও মোটিভেটেড হয়ে এমন ঘৃণ্য কাজে জড়িত হবে। তাদের কাছে এটা একটা স্বাভাবিক ঘটনা মনে হবে। তাই আমি চেয়েছি প্রভা যেন সেটির জন্য প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা করে ভবিষ্যতে আর এমন ভুল কাজ করবেন না বলে সবাইকে জানিয়ে দেন।
এতোদিন পর প্রভাকে লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়ে তিনি বলেন, এতোদিন বিষয়টি আমি ক্লিয়ার ছিলাম না। তবে কিছুদিন আগে প্রভা তার বয়ফ্রেন্ড রাজীবের দ্বারা প্রতারিত এবং ভিডিওটির বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন। তাই তাকে নোটিশ পাঠানো হয়।
এদিকে এখন পর্যন্ত এমন কোনো নোটিশ পাননি বলে জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম। তিনি বলেন, যে নোটিশের কথা আপনি বলছেন, সেটি পেলে আমরা আইনিভাবেই মোকাবেলা করব। অতি সম্প্রতি আমরা লিগ্যাল উইংস গঠন করেছি। আমাদেরও আইনের লোক আছে। আইনি বিষয় আমর আইনিভাবেই ফেস করব। অবশ্য এ বিষয়ে অভিনেত্রী প্রভার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রভাকে লিগ্যাল নোটিশ পাঠানো আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী বাড়ি কুমিল্লায়। তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্ট এবং কুমিল্লা জজ কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত আছেন।