অস্তিত্বের লড়াইয়ে কারো সঙ্গে আপস করব না: আলাল
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বাংলাদেশের অস্তিত্বের লড়াইয়ে আমরা কোনোদিন এ সরকারের সঙ্গে আপস করব না।
সোমবার (১২ জুন) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে শহীদ জিয়া মানেই বাংলাদেশ মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমরা শুধু অধিকার আদায়ের জন্য লড়াই করছি না। এ লড়াই আমাদের অস্তিত্বের লড়াই। এ অস্তিত্বের লড়াই করতে যারা যেখানেই আছেন বা যে পরিচয়েই আছেন তারা আমাদের বন্ধু।
বাংলাদেশ ডাকাতের খপ্পরে পড়েছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশকে এ ডাকাতের খপ্পর থেকে রক্ষা করতে হলে শুধু জামায়াত ইসলাম কেন রাজপথে যারাই থাকবে আমরা মনে করব তারা ন্যায়ের পথে এবং সংগ্রামের পথে আছে।
তিনি বলেন, আপনারাইতো বললেন (আওয়ামী লীগ) জামায়াত ইসলাম নিষিদ্ধ। সে অবস্থার মধ্যে জামায়াতের সঙ্গে এমন কি হলো যে জামায়াত ইসলামকে কর্মসূচি পালন করতে দেওয়া হলো। যাই হোক আমরা এতে খুশি কারণ ডাকাত তাড়াতে যারাই আমাদের সঙ্গে থাকবে তারাই আমাদের বন্ধু। আর জামায়াত লড়াই করছে তাদের অধিকারের জন্য।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বাধীনতা ঐক্য পরিষদের আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।