অস্ট্রেলিয়াকাণ্ডে এবার মুখ খুললেন সেই ভুক্তভোগী নারী !
সাদাকালো নিউজ
গত কয়েকদিন ধরে ঢালিউডের সবচেয়ে আলোচিত খবর চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে সম্ভ্রমহানির অভিযোগ। এ নিয়ে চলছে পক্ষে-বিপক্ষে সমালোচনা। গত কয়েকদিনে টক অব দ্যা কান্ট্রিতে রূপ নিয়েছে শাকিব খানের বিরুদ্ধে প্রযোজক রহমত উল্ল্যাহর তোলা এই অভিযোগ।
‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ে অস্ট্রেলিয়া গিয়ে শাকিব খান অসামাজিক কার্যকলাপ করেন এবং সেখানে পুলিশের হাতে ধরাও খেয়েছিলেন বলে দাবি করেন রহমত উল্ল্যাহ। বিপরীতে শাকিব ওই প্রযোজককে ‘প্রতারক ও বাটপার’ বলে মন্তব্য করেন। এ নিয়ে রহমত উল্ল্যাহ লিগ্যাল নোটিশ পাঠান এবং চিত্রনায়কও প্রতারণা ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে মোকদ্দমা দায়ের করেন।
সবশেষ ২৩ মার্চ শাকিব মোকদ্দমা করে সাংবাদিকদের বলেন, এখন আমি বিজয়ের হাসি হাসছি। কারণ আমি আমার পরিবার ও সবাইকে এটা বোঝাতে পেরেছি যে, এসব একটা ফাঁদ ছিল। আমার ফ্যান-ফলোয়াররা এখন নিশ্চিন্তে কথা বলতে পারবেন।
এদিকে, প্রযোজক রহমত উল্ল্যাহর অভিযোগপত্রে যে নারীর সঙ্গে শাকিব খারাপ কাজ করেছেন বলে উল্লেখ করা হয়েছে, ওই নারী এবার এ ব্যাপারে গণমাধ্যমের সঙ্গে খোলাখুলি কথা বলেছেন।
দেশের একটি সংবাদমাধ্যমকে অস্ট্রেলিয়ান ওই নারী জানিয়েছেন, বাংলাদেশে তার প্রসঙ্গ টেনে যেসব অভিযোগ আনা হয়েছে, সেসবের কিছুই জানেন না তিনি। ২০১৬ সালের এই অভিযোগটির এখনো তদন্ত চলছে। কী করবো সেটা ভবিষ্যতে বিবেচনা করবো, এখন এসব নিয়ে কিছুই ভাবছি না।
‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার ব্যাপারে ওই নারী প্রযোজক বলেন, সিনেমাটি সম্পূর্ণ করা হবে কিনা, এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি আমরা। আমার ব্যক্তিগত বিষয়ে যেসব কথা হচ্ছে, এ জন্য কাউকে আমি অনুমতি দিইনি। এ নিয়ে যে পদক্ষেপ নেয়া হবে, সেটাও জানতাম না আমি।
এর আগে গেল ১৫ই মার্চ শাকিবের নামে গুরুতর সব অভিযোগ আনেন রহমত উল্ল্যাহ। এরপর বিষয়টি সমঝোতার চেষ্টায় ঢাকার একটি হোটেলে বসেন শাকিব ও রহমত উল্ল্যাহ। সঙ্গে ছিলেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, চিত্রনায়িকা অপু বিশ্বাসও। কিন্তু সেখানে কোনও সমঝোতা হয়নি। পরে ডিবি অফিসে গিয়ে শাকিব দাবি করেন, ওই প্রযোজক ভুয়া, মিথ্যাবাদী।
জানা গেছে, ‘অপারেশন অগ্নিপথের’ শুটিং সুবাদে অস্ট্রেলিয়ায় শাকিবের সঙ্গে ওই নারীর প্রথম দেখা হয়। সময়টা ২০১৬ সালের ৩১ আগস্ট। এরপর থেকে অস্ট্রেলিয়ায় যাওয়া শাকিবের– নিয়মিত ট্রান্সপোর্ট, হোটেল, খাওয়া-দাওয়া ও যাবতীয় বিষয়াদি দেখাশোনা করতেন ওই নারী।