অসুস্থ হয়ে যাচ্ছি আমাকে শান্তি দিন
সাদাকালো নিউজ
ছোটপর্দার সুপরিচিত নাম সাদিয়া জাহান প্রভা। বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠানের বিজ্ঞাপন এবং বহু নাটকে তাঁর উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে বারবার। এসেছেন আলোচনায়। সমালোচিতও হয়েছেন নানা কারণে। ছোটপর্দায় নিয়মিত কাজ করলেও কয়েক বছর ধরেই আড়ালে এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতে তাঁকে পাওয়া যায় কালেভদ্রে।
কী এমন হয়েছে প্রভার? কোথায় হারিয়ে গেলেন তিনি? এইসব প্রশ্নের উত্তর জানতে দেশের একটি গণমাধ্যম যোগাযোগ করে প্রভার সঙ্গে। এসময় প্রভা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বললেই সেটা নিউজ হয়ে যাচ্ছে । বিষয়টিতে অখুশি অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত বিষয়- বানিয়ে সংবাদ করা হচ্ছে। একবারও আমার কাছে কেউ জানতে চায়নি, সেটা আমার পারসোনাল ইমোশন কি না? এসব দেখে আমি অসুস্থ হয়ে যাচ্ছি। ’
২৮ই জুন প্রভাকে নিয়ে সংবাদ প্রকাশ হয়। সংবাদে বলা হচ্ছিল, প্রভা তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন। বিষয়টি নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি হতবাক হয়ে গেছি। আমি কি তাহলে ফেসবুক ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবো না? কেন আমাকে নিয়েই সংবাদ করতে হবে? আর তো কারো সংবাদ হয় না। এমন আজব আজব সংবাদে আমি কতটা মানসিকভাবে আহত হই তাঁরা বোঝে না।’
প্রভা দাবি করেন তিনি ভালো ভালো উক্তি সংগ্রহ করেন এবং সেসব উক্তিই ছবির সঙ্গে বা বিভিন্ন পোস্টে ব্যবহার করেন। অভিনেত্রী বলেন, ‘আমি যখনই কোনো বিখ্যাত উক্তি দেখি সেটা সংগ্রহে রাখি। এভাবেই উক্তিগুলো আমি প্রকাশ করতে ভালোবাসি।