অর্থের বিনিময়ে যৌনতাপূর্ণ ছবি: বিবিসি’র উপস্থাপক বরখাস্ত
সাদাকালো নিউজ
অর্থের বিনিময়ে এক কিশোরীর যৌনতাপূর্ণ ছবি নেয়ার অভিযোগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক জনপ্রিয় উপস্থাপককে বরখাস্ত করা হয়েছে। রোববার বিবিসির পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান চলতি সপ্তাহে প্রথমবারের মতো বিবিসির ওই উপস্থাপকের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। ওই কিশোরীর মাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশ না করা পুরুষ উপস্থাপক ছবির জন্য তিন বছরে কিশোরটিকে ৩৫ হাজার পাউন্ডেরও বেশি অর্থ প্রদান করেছেন।
ওই কিশোরীর মা অভিযোগ করেছিলেন, বিবিসির সাংবাদিকের কাছ থেকে পাওয়া নগদ অর্থ দিয়ে কোকেন সেবন করতো তার সন্তান। এ ব্যাপারে গত ১৯ মে বিবিসির কাছে অভিযোগ করেছিলেন তিনি। কিন্তু অভিযোগ পাওয়ার পরও উপস্থাপকের অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করেনি বিবিসি।
যুক্তরাজ্যের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী লুসি ফ্রেজার অভিযোগের বিষয়ে রোববার বিবিসির মহাপরিচালক টিম ডেভির সঙ্গে জরুরী আলোচনা করেছেন। অভিযোগটিকে তিনি ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে বর্ণনা করেছেন।