অভিযুক্ত মাসুম মোহাম্মদ আকাশ সম্পর্কে যা জানালো ডিবি
নাফিজা আক্তার
দুই দিনের চেষ্টার পর অবশেষে ধরা পড়েছে বহুল আলোচিত টিপু-প্রীতি ঘটনার মূল অভিযুক্ত। মাসুম মোহাম্মদ আকাশ নামে ৩৪ বছর বয়সী এই যুবককে বগুড়া থেকে ধরেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। রোববার ডিবি কার্যালয়ের অভিযুক্তকে গণমাধ্যমের সামনে হাজির করা হয়।
ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিপু-প্রীতিকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন মাসুম।
ডিবি প্রধান একেএম হাফিজ আক্তার জানান, ঘটনার পাঁচদিন আগে টিপুকে শেষ করে দেয়ার চুক্তি পান মাসুম। ঘটনার আগের তিনদিন টিপু রেস্টুরেন্ট থেকে বাসার উদ্দেশ্যে বের হলে রাস্তা অনুসরণ করে প্রস্তুতি নেন আকাশ। তবে বেশি লোকজন থাকায় সেদিন ব্যর্থ হন। ঘটনার দিন এক সহযোগীর সহায়তায় মিশন সম্পন্ন করেন আকাশ।
শুধু আর্থিক সুবিধার জন্য মাসুম এই ঘটনায় অংশ নেননি বলে দাবি করেন হাফিজ আক্তার। তিনি জানান, মাসুমের নামে আগেও একাধিক আইনি অভিযোগ আছে। সেগুলো থেকে বাঁচিয়ে দেওয়াসহ নানা সুবিধা পাইয়ে দেয়ার কথা বলে তাঁকে এ ঘটনায় রাজি করানো হয়। তবে কারা মাসুমকে ভাড়া করেছিলেন, সেই তথ্য সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি ডিবি।
ডিবি প্রধান বলেন, মাসুম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাফিকস ডিজাইনের ওপর পড়াশোনা করেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর। তাঁর বাবা একজন স্কুলশিক্ষক। তাঁর স্ত্রী-সন্তান আছে। ঢাকায় পশ্চিম মাদারটেকে থাকতেন মাসুম। এছাড়াও তিনি বিষন্নতায় ভুগছিলেন। এ কারণে পরিবারের সঙ্গেও থাকতেন না।