অভিনেত্রী কিয়ারার মতো দেখতে কে এই তানিশা?
নাফিজা আক্তার
বর্তমান সময়ের সেনসেশন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি নিজের রূপ আর অভিনয় দক্ষতা দিয়ে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন বি-টাউনে। পর্দার বাইরেও ফ্যাশন সচেতনতা নিয়ে রীতিমত আলোচনায় থাকেন এই নায়িকা। এবার ‘শেরশাহ’খ্যাত এই নায়িকার মতো দেখতে হুবহু একজনের খোঁজ মিলেছে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিয়ারার ভক্তদের মধ্যে হৈচৈ শুরু হয়ে গেছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবির ওই নারীর নাম তানিশা সন্তোষী। তিনি নির্মাতা রাজকুমার সন্তোষীর মেয়ে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি সাদাকালো ছবি শেয়ার করেছেন তানিশা। তাকে দেখতে অনেকটা কিয়ারা আদভানির মতো।
সদ্য পোস্ট করা সেই ছবিতে তানিশাকে দেখা গেছে, সালোয়ার কামিজ-ওড়নায় একেবারে যেন পাশের বাড়ির মেয়েটি। বিনুনি বাঁধা চুল। কপালে ছোট্ট টিপ। মুখময় নিটোল লাবণ্য। ‘শেরশাহ’ ছবির ‘ডিম্পল চিমা’র চরিত্রে কিয়ারার সঙ্গে যেন বড় মিল।
সে মিল এতটাই যে ভুল করে ফেলেছেন নায়িকার অনুরাগীরাও। তানিশার ছবি দেখে কেউ লিখেছেন, ‘এ তো কিয়ারার ছবিই মনে হচ্ছে।’ কারও প্রশ্ন ‘এটা তুমিই তো, কিয়ারা?’ কারও আবার মন্তব্য, ‘কিয়ারার যমজ, কেমন যেন লাগছে!’ কেউ বা বলছেন, ‘এ তো হুবহু কিয়ারা!’
বাবা রাজকুমার সন্তোষীর পরিচালনায় ‘দামিনী’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘ঘায়েল’, ‘আজব প্রেম কি গজব কহানি’, ‘ফাটা পোস্টার নিকলা হিরো’র মতো একের পর এক হিট ছবি পেয়েছে বলিউড। মেয়ে তানিশাও কি এবার পা রাখতে চলেছে ছবির দুনিয়ায়? ইনস্টাগ্রামে ঝড় তোলা এ ছবির সঙ্গে যেন তেমনই ইঙ্গিত দিয়েছেন রাজকুমার-কন্যা। লিখেছেন, ‘তাড়াতাড়ি দেখা হোক আবার, প্রথমবার!’ ‘যমজ বোন’ কিয়ারার মতোই কি এবার নায়িকা হবেন তানিশাও?
এর আগে কিয়ারা আদভানির মতো দেখতে এক চিকিৎসকের ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায়। তার নাম ঐশ্বর্য। সে সময় তাকে দেখে ভিমরি খেয়েছিলো নেটিজনরা। সোশ্যাল মিডিয়ায় আপতত ঐশ্বর্যর ফলোয়ার সংখ্যা ৪৩ হাজার, সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অনেকেই কমেন্ট বক্সে লিখেন, ‘কিয়ারা নিজেও চিনতে ভুল করবে এই ভিডিও দেখলে’। কেউ আবার লিখেছেন, ‘কিয়ারা আদভানি ২.০’।