অবশেষে মেয়ের ছবি প্রকাশ করলেন প্রিয়াঙ্কা
সাদাকালো নিউজ
গেল বছর গুজব রটে বিচ্ছেদের পথে হাটছেন জনপ্রিয় তারকা জুটি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। সেই গুজবের মাঝেই আচমকা ঘোষণা দেন সারোগেসির মাধ্যমে বাবা-মা হয়েছেন তাঁরা। আর সেই কন্যাসন্তানের নাম রেখেছেন মালতি ম্যারি চোপড়া জোনাস। সংস্কৃত এবং ল্যাটিন দুই ভাষার শব্দ মিলিয়ে মেয়ের নাম রেখেছেন এ তারকা জুটি।
চলতি বছরের জানুয়ারিতে মালতির জন্ম হলেও এতদিন তাকে রাখা হয়েছিল নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে। সারোগেসির মাধ্যমে জন্ম হওয়ার কারণে ১০০ দিন তাকে হাসপাতালে বিশেষ পর্যবেক্ষণে রাখতে হয়েছিল। অবশেষে চিকিৎসকরা তাকে রিলিজ করে দিয়েছেন।
চার মাস পর অবশেষে মেয়ের ছবি প্রকাশ করলেন প্রিয়াঙ্কা চোপড়া। মা দিবস উপলক্ষে নিজের ইনস্টাগ্রামে ছবিটি আপলোড করেছেন অভিনেত্রী। অবশ্য এই ছবিতেও মেয়ের মুখ দেখা যাচ্ছে না।
ছবিতে দেখা যায়, প্রিয়াঙ্কা পরম আদরে কোলে জড়িয়ে রেখেছেন মেয়ে মালতিকে। তাঁর পাশে আছেন স্বামী নিক জোনাসও। ছবিটির ক্যাপশনে আবেগঘন কিছু কথাও লেখেন প্রিয়াঙ্কা।
তিনি লেখেন, ‘এই কয়েকটা মাস যে কত চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গেলাম, তার ইয়ত্তা নেই। ১০০ দিনের প্রতীক্ষার পর অবশেষে আমরা আমাদের ছোট্ট মেয়েকে হাসপাতাল থেকে বাড়িতে আনতে পেরেছি। যারা এই দীর্ঘ পথের প্রতিটি ধাপে নিঃস্বার্থভাবে ছিলেন, তাদের সকলকে এবং ক্যালিফোর্নিয়ার সমস্ত ডাক্তার এবং নার্সদের ধন্যবাদ জানাই।’