অবশেষে ইন্টারপোলের রেড নোটিশে আরাভ!
সাদাকালো নিউজ
কিছুদিন আগে দুবাইয়ে একটি গয়নার দোকান উদ্বোধন হয়েছে আরাভ খান ওরফে রবিউল ইসলামের। সেটি উদ্বোধন করতে বাংলাদেশ থেকে উড়ে যান দেশের বেশ কয়েকজন সেলিব্রেটি। এরপর থেকেই আলোচনায় আরাভ খান। প্রায় প্রতিদিন তার বিরুদ্ধে বেরিয়ে আসছে চমকপ্রদ তথ্য।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই আরাভ আর কেউ নন, ঢাকায় পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খানকে শেষ করে দেয়ার ঘটনায় অভিযুক্ত রবিউল ইসলাম, যিনি ভারতীয় পাসপোর্টে দুবাই গেছেন। আরও প্রকাশ পায়, এই আরাভ বা রবিউলের নামে একটি দুটি নয়, তিনি একেক সময় একেক নামে পরিচিতি পেয়েছেন।
পরে এই রবিউল ওরফে আরাভকে ফেরাতে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ পুলিশ। অনেক জল ঘোলার পর অবশেষে আরাভের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল।
রেড নোটিশে দেখা গেছে, ইন্টারপোলের তালিকায় ১৩তম অবস্থানে রয়েছে আরাভ খান। বয়স উল্লেখ করা হয়েছে ৩৫। জন্মস্থান বাংলাদেশের বাগেরহাটে দেখানো হয়েছে। ইন্টারপোলের তালিকায় ৬৩তম বাংলাদেশি আরাভ। তবে বাংলাদেশিদের তালিকায় তাকে প্রথম অবস্থানে রাখা হয়েছে।
এর আগে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছিলেন, আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে চিঠি দেয়া হয়েছে। ইন্টারপোল সেই চিঠি গ্রহণও করেছে। তবে ইন্টারপোলের ওয়েবসাইটের রেড নোটিশের তালিকায় আরাভের নাম দেখা যায়নি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনাও হয়।
অবশেষে ২৩ মার্চ রাতে ইন্টারপোলের ওয়েবসাইটে রবিউল ওরফে আরাভের নাম পাওয়া যায়। পুলিশের বিশেষ শাখার একজন সদস্যকে শেষ করে দেয়ার ঘটনায় আরাভের নামে রেড নোটিশ জারি করে ইন্টারপোল।
পুলিশ বলছে, গোপালগঞ্জের কোটালীপাড়ার যুবক রবিউল ইসলাম। পুলিশকাণ্ডের পর পালিয়ে যান ভারতে। সেখানে গিয়ে নিজের নাম-জাতীয়তা পাল্টে ভারতীয় পাসপোর্ট নেন। সেই পাসপোর্টেই পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতের চাকচিক্যে ভরা শহর দুবাইয়ে।
দুবাইয়ের ‘আরাভ জুয়েলার্স’ নামের ওই গয়নার দোকানের মালিক আরাভ খান। সম্প্রতি সেই দোকানের উদ্বোধন হয়েছে। আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসানসহ দেশের আরও বেশ কয়েকজন তারকা। এরপরি আলোচনায় আসেন রবিউল ইসলাম ওরফে আরাভ খান।
রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে ইন্টারপোলের সহায়তায় দেশে ফেরাতে পুলিশের পক্ষ থেকে সব রকমের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।