অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় নিহত ১২
সাদাকালো নিউজ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শুক্রবার নতুন করে বিমান হামলা চালিয়ে এক শিশুসহ ১২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। ফিলিস্তিনিদের পক্ষ থেকে কোনো ধরনের উস্কানিমূলক তৎপরতা ছাড়াই দখলদার সেনাদের এসব পাশবিক হামলায় আহত হয়েছেন আরও ৮০ জন।
ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন ইসলামি জিহাদ জানিয়েছে, গাজা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত প্যালেস্টাইন টাওয়ারের একাধিক অ্যাপার্টমেন্টে বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে সেখানে থাকা ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের কমান্ডার তাইসির আল জাবারি শহীদ হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে আল জাবারির পাঁচ বছরের শিশুকন্যাও রয়েছে। আহত আরও ৮০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর- পার্সটুডের
শুক্রবার দুপুরের পর গাজার বহুতলবিশিষ্ট একটি আবাসিক ভবনে মূল হামলা চালায় দখলদার সেনারা। বেসামরিক লোকজনে পরিপূর্ণ ভবনে হামলায় বহু মানুষ হতাহত হয়। এছাড়া, গাজা উপত্যকার আরো দু’টি স্থানে বিমান হামলা চালায় ইসরাইলি সেনারা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। খান ইউনিস এবং রাফাহ শহরের পাশাপাশি আল-শুজাইয়া সংলগ্ন এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইসরাইলি বাহিনীর বর্বরতার পর ইসলামি জিহাদ এক বিবৃতিতে বলেছে, ‘শত্রুরা আমাদের জনগণকে লক্ষ্য করে একটি যুদ্ধ শুরু করেছে। আমাদের সবার কর্তব্য নিজেদের এবং আমাদের জনগণকে রক্ষা করা।’