অপু’র কাছের মানুষ নন শাকিব!
সাদাকালো নিউজ
কাছের মানুষেরা সবাই দূরে চলে গেছে। চাইলেও তাদের আর ফিরিয়ে আনা সম্ভব নয়। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। অনুষ্ঠানের উপস্থাপক তার কাছে জানতে চান- এখন কেউ তার মন খারাপের কারণ হয় কিনা? জবাবে নায়িকা জানান, পৃথিবীতে সবচেয়ে কাছের মানুষগুলোই একেবারে হারিয়ে গেছে। যাদেরকে আর কোনোদিন ফেরানো যাবে না।
দীর্ঘদিন প্রেমের পর ২০০৮ সালে গোপনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন বাংলা সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান-অপু বিশ্বাস। বিয়ের ৮ বছর পর তাদের ঘরে আসে সন্তান আব্রাম খান জয়। কিন্তু এর মাত্র ২ বছর পর শুরু হয় তাদের দাম্পত্য কলহ। ২০১৮ সালে বিচ্ছেদ হয় শাকিব-অপুর।
সাবেক স্বামী হলেও অপু বিশ্বাসের সবচেয়ে কাছের মানুষের তালিকায় নেয় শাকিব খান। ওই টিভি অনুষ্ঠানে অপু জানান, তার কাছের মানুষের তালিকায় আছেন- বাবা, মা, কাকা ও দাদা-দাদি। নায়িকার জীবনের গুরুত্বপূর্ণ এই মানুষগুলো তার কাছ থেকে দূরে চলে গেছেন।
ক’দিন আগে শাকিবের সাথে প্রেম এবং গোপনে বিয়ের বিষয়ে মুখ খুলেছিলেন অপু বিশ্বাস। জানিয়েছিলেন, তার মা এক সময় শাকিবের সাথে ঘুরতে কিংবা কথা বলতে দিতেন না। শুটিং সেটেও সবসময় বসে থাকতেন অপুর মা। শাকিবের সাথে অতিরিক্ত কথা বললেই মায়ের হাতে মার খেতেন অপু।
২০০৬ সালে শোবিজ জগতে পা রাখেন অপু বিশ্বাস। সে বছর ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেন তিনি। তার বিপরীতে ছিলেন শাকিব খান। ৭২টিরও বেশি চলচিত্রে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন অপু। কর্মজীবনে একটি বাদশাস পুরষ্কার অর্জন ও ৬ বার মেরিল প্রথম আলো পুরষ্কারের মনোনয়ন পান অপু বিশ্বাস।
শৈশবে বাবা-মায়ের উৎসাহে নাচ শিখতে শুরু করেন ঢালিউড কুইন। তালিম নেন বগুড়ার প্রখ্যাত নৃত্য গরু আব্দুস সামাদের কাছে। তবে অপুর প্রাতিষ্ঠানিক নাচের হাতেখড়ি হয় বুলবুল ললিতকলা একাডেমিতে। এরপর শিল্পকলা একাডেমি এবং সবশেষে নৃত্যাঞ্চল।
সম্প্রতি নতুন একটি প্রজেক্ট নিয়ে মাঠে নেমেছেন অপু বিশ্বাস। ‘স্বর্গ’ নামের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। জানা গেছে, নায়ক-নায়িকা নির্ভর নয় বরং পুরোপুরি গল্প নির্ভর হবে ‘স্বর্গ’। চলতি মাসের শেষর দিকে সিনেমার শুটিং শুরু হবে। দেশের পাশাপাশি আন্তর্জাতিকভাবেও ছবিটি নাকি প্রদর্শন করা হবে।