অপশব্দ প্রয়োগ করে ধরা খেলেন রোদ্দুর রায়
সাদাকালো নিউজ
শেষ রক্ষা হলো না তাঁর। অবশেষে পুলিশের হাতে ধরা খেয়েছে বিতর্কিত ইউটিউবার রোদ্দুর রায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বিরুদ্ধে অপশব্দ প্রয়োগ করার অভিযোগে তাঁকে ধরেছে পুলিশ।
ইউটিউবার রোদ্দুর রায়ের বাড়ি দক্ষিণ কলকাতায়। পেশায় তিনি একজন প্রকৌশলী। রাজ্যের বেশ কয়েকটি থানায় তাঁর বিরুদ্ধে অসম্মান জনক মন্তব্য ছড়ানোর অভিযোগ রয়েছে। তবে এসবের তোয়াক্কা করেননি তিনি। সম্প্রতি সংগীতশিল্পী কেকের চলে যাওয়া ঘিরে সক্রিয় হয়ে ওঠেন রোদ্দুর রায়।
কিছুদিন আগে ফেসবুক লাইভ করেন রোদ্দুর রায়। দেড় ঘণ্টার সেই লাইভে একাধিক বিষয়ে কথা বলেন। নিজস্ব ভঙ্গিতেই বিভিন্ন বিশিষ্টজনের নামে অপশব্দ প্রয়োগ করেন। সেই তালিকা থেকে বাদ পড়েননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। লাইভে মুখ্যমন্ত্রীকে কু-মন্তব্য করেন রোদ্দুর। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নামেও অশ্রাব্য শব্দ ব্যবহার করেন। এরপর গত ৩ জুন রোদ্দুরের বিরুদ্ধে থানার দ্বারস্থ হন তৃণমূলের একজন নেতা।
ভারতীয় একাধিক গণমাধ্যম বলছে, সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ও বিদ্বেষ ছড়াচ্ছেন রোদ্দুর রায়। সে কারণে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানান তৃণমূল নেতারা। পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতেই লালবাজার থেকে একটি দল পৌঁছায় গোয়ায়। সেখান থেকেই রোদ্দুরকে ধরে পুলিশ।
ভারতীয় পুলিশ বলছে, গোয়া থেকে খুব তাড়াতাড়ি কলকাতায় আনা হবে রোদ্দুরকে। সেই সঙ্গে খতিয়ে দেখা হবে তাঁর ব্যাংক একাউন্ট এবং অন্যান্য সম্পত্তির পরিমাণও।