অন্য উচ্চতায় গার্দিওলা
সাদাকালো নিউজ
সেরাদের সেরা তিনি। তিনি সাফল্য নায়ক। ফুটবল মাঠের বর্ণীল এক চরিত্র। মাঠের বাইরে কৌশলের রাজা। তিনি পেপ গার্দিওলা। ফুটবলকে বদলে দেয়া কোচদের একজন। ম্যানচেস্টার সিটির অধরা ইউরোপ সেরার মূল মেধা মাস্টার ট্যাকটিশিয়ান। ক্লাব ফুটবলে যেখানেই হাত বাড়িয়েছেন তুলে এনেছেন মনি-মুক্তা।
দীর্ঘ ১৩ বছর পর নিজ ক্লাবের ম্যাচ দেখতে মাঠে আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মনসুর। ২০০৮ সালে ম্যানচেস্টার সিটি কেনার পর দ্বিতীয়বার এমনটা হলো।
এমন একটা দিনে যেদিন ইতিহাস গড়েছে সিটিজেনরা। জয় করেছে ইউরোপ। উড়িয়েছে নীল সাম্রাজ্যের পতাকা। নেপথ্যে শেখ মনসুরের অর্থ, সিটি চেয়াম্যান খালদুন আল মুবারকের পরিকল্পনা।
কিন্তু একজনের নাম না বললেই নয়, তিনি পেপ গার্দিওলা। ফুটবলটাকেই যিনি বদলে দিয়েছেন।
তিন ক্লাবের হয়ে ১৭টি মেজর ট্রফি জিতেছেন। সেটাই যথেষ্ট নয় গার্দিওলাকে বোঝাতে। তার দুরদৃষ্টি, ফুটবল বিশ্লেষণ, বিল্ড আপ ফুটবল আর টিকিটাকা আজও অনেকের কাছে রহস্যের নাম, থাকবে অনেকদিন।
৫২ বছর বয়সী স্প্যানিয়ার্ড কি তবে সর্বকালের সেরা কোচ? কারো কারো কাছে তো বটেই। বিশেষ করে ফুটবলারদের পছন্দ, ক্লাবের চাওয়া, নতুন কোচদের আদর্শ। তাইতো সিটির চাওয়ার কেবল তো শুরু।
ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা বলেন, আমার চেয়ারম্যান যখন বললো আগামী বছর লন্ডনে ফাইনাল হবে। আমি কিছু বলিনি, কারণ এখন সেই সময় নয়। এখন উৎসবের সময়। আমার কিছুটা সময় দরকার পরের মৌসুম নিয়ে ভাবতে।
বার্সেলোনায় থাকতে ভিক্টর ভালদেজদের অবিশ্বাস করেছিলেন ডিফেন্স থেকে বিল্ড আপ ফুটবল শুরুর, পরবর্তীতে দানি আলভেজের বিশ্বাস জন্মেছিল বলেই, কোচ বললে ন্যু ক্যাম্পের তিন তলা থেকে লাফ দিতেও আপত্তি ছিল না।
ক্লাব ফুটবলে তার সাফল্যের ছোট্ট একটা উদাহরণ দেয়া যাক। তার হাতে গড়া বার্সেলোনা একাদশের সাতজন ছিলেন ২০১০ বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন দলের সদস্য। ২০১৪তে চ্যাম্পিয়ন জার্মানির পাঁচজন তারই কোচিং করানো বায়ার্ন মিউনিখের ফুটবলার।
তাইতো বিজয় উৎসবে সামিল হলেও চিন্তার কোথাও না কোথাও সেরাদের সেরা হওয়া।
পেপ গার্দিওলা বলেন, আমরা মাত্র ১৩ চ্যাম্পিয়ন লিগ ট্রফি দূরে। মাত্র তের। সাবধান রিয়াল মাদ্রিদ। কারণ আমরা আসছি। তোমরা যদি ঘুমিয়ে থাক, তাহলে ধরে ফেলব। সত্যি কথা বলতে তাদের সঙ্গে তুলনা করা উচিত হবে না। আমরা প্রথমটা কেবল জিতেছি। তার মানে এখানেই শেষ নয়। আগামী মৌসুমে আরও কঠিন পরিশ্রম করতে হবে।
এক কথায় পেপ গার্দিওলা, ক্ষুরধার মস্তিস্কের এক ফুটবল প্যাকেজ।