অনুমতি ছাড়া প্রভার খবর প্রকাশ করা যাবে না
সাদাকালো নিউজ
ক্যারিয়ারের শুরুতেই সাড়া জাগিয়েছিলেন সাদিয়া জাহান প্রভা। বেশ কিছু মানসম্মত কাজের মাধ্যমে ছন্দেই পথ চলছিলেন তিনি। কিন্তু জনপ্রিয়তার পারদ যখন ঊর্ধ্বমুখী, তখন হঠাৎ করে হয় ছন্দপতন। ব্যক্তিজীবনে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় ভীষণ নাকানি-চুবানি খেতে হয় তাকে।
এরপর অনেকটা সময় পর্দার আড়ালে ছিলেন প্রভা। তারপর আবার পর্দায় ফেরেন। কাজ দিয়ে মসৃণ করে তোলেন নিজের ক্যারিয়ার। কিন্তু এখনও তাকে তাড়া করে ফেরে অতীতের সেই ক্ষত। আর এর জন্য অভিনেত্রী অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সংবাদকর্মীদের।
অভিনেত্রী মনে করেন সাংবাদিকদের কারণেই আজ তার এই দশা। এ কারণে সংবাদকর্মীদের উদ্দেশে সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তা দিয়েছেন প্রভা। সেখানে জানিয়েছেন, প্রভার সংবাদ প্রকাশ করতে হলে নিতে হবে অনুমতি। অন্যথায় আইনের আশ্রয় নেবেন তিনি।
নিজের টিকটক অ্যাকাউন্টে প্রকাশ করা ওই ভিডিওতে প্রভা বলেন, ‘আমি আজ কিছু কথা বলব। কথাগুলো শুধুমাত্র আমার সাংবাদিক ভাইবোনদের জন্য। যারা বিনোদন সাংবাদিক হিসেবে আমাদের কাছে পরিচিত। আমি বিগত দশ বছরের বেশি সময় ধরে আপনাদের মিথ্যা সংবাদ দ্বারা আক্রান্ত। একটা সময় যখন দেখছিলাম এটা কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছি না তখন আপনাদের সঙ্গে আমার দূরত্বটা আরও বেড়ে যায়।’
এরপর প্রভা বলেন, ‘এখন আপনারা আমাকে মুঠোফোনে পান না। কিন্তু ইনস্টাগ্রামে যখন কোনো কিছু পোস্ট করি, স্ট্যাটাস দেই তখন আপনারা সেটা নিয়েও নিউজ করেন। আর মিথ্যা নিউজতো আছেই, মাশাল্লাহ! ’
প্রভাকে নিয়ে অসংখ্য মিথ্যা নিউজ প্রকাশ করা হয়েছে, যা তাকে মানসিকভাবে প্রভাবিত করেছে। এ তথ্য উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘আমি ভাবতাম, বিনোদন জগতে আছি আপনারাও আমাকে বোনের মতো দেখেন। কেননা আমরা একি পরিবার। কিন্তু আমি আসলে ভুল ভেবেছি। ভুল জানতাম।
প্রভা বলেন, আপনাদের মাথায় এটা আসে না যে, এই সেক্টরে আপনাদের বোন কাজ করলে তাকে আপনি আগলে রাখতেন। কিন্তু আপনারা আসলে আমাকে ওভাবে চিন্তা করতে পারেন না। যাই হোক, মিথ্যা নিউজগুলো না লিখলেই পারতেন। এসব বিষয় নিয়ে মানসিকভাবে আমি খুবি প্রভাবিত।’
প্রভা চান না তার অনুমতি ছাড়া আর কোনো খবর প্রকাশিত হোক। এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আমি চাচ্ছি না আমার অনুমতি ছাড়া আপনারা আর কোনো নিউজ করেন। আমার সঙ্গে ফোনে যদি আপনাদের যোগাযোগ হয়, আমি যদি অনুমতি দিই শুধুমাত্র তখনি আপনারা আমার নিউজ প্রকাশ করতে পারবেন।’
পরবর্তীতে মিথ্যা খবর প্রকাশ করলে আইনি ব্যবস্থা নেবেন বলে জানান প্রভা। তার ভাষায়-‘দয়া করে, আমার অনুমতি ছাড়া আর কখনো আমার নিউজ করবেন না। প্রচারে আমি একদমি কমফোর্টেবল নই। আমার ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় যতটুকু তথ্য দেই তার মধ্যে আমি সীমাবদ্ধ থাকতে চাই। আমি এর চেয়ে আরও বড় সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে চাই না। অধিকাংশ সময় আপনারা মিথ্যাটাই প্রকাশ করেন। আর মানুষ সেটাই বিশ্বাস করে। এরপরও যদি এভাবে নিউজ করেন তাহলে হয়তো আমাকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’