অনিশ্চয়তায় আইসিবি ইসলামী ব্যাংক, নিরীক্ষকের উদ্বেগ
সাদাকালো নিউজ
দীর্ঘদিন লোকসানে পড়ে আছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামী ব্যাংক। দিন দিন লোকসানের পাল্লা ভারী হচ্ছে প্রতিষ্ঠানটির। একদিকে লোকসান অন্যদিকে নেগেটিভ ইক্যুয়িটি সব মিলিয়ে প্রতিষ্ঠানটি অনিশ্চয়তার দিকে যাচ্ছে। এতে ব্যাংকটির নিরীক্ষক উদ্বেগ জানিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী আইসিবি ইসলামী ব্যাংকের পুঞ্জিভূত লোকসান দাঁড়িয়েছে ১ হাজার ৯৪৮ কোটি ৮৬ লাখ টাকা। এ সময় নেগেটিভ ইক্যুয়িটির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২৩০ কোটি ৬৪ লাখ টাকা। আলোচ্য প্রতিবেদন অনুয়ায়ী ব্যাংকটির মোট বিনিয়োগের ৮৪.৩৪ শতাংশ খেলাপি। এসব কারণে কোম্পানিটি অনিশ্চয়তার দিকে যাচ্ছে। এমন মন্দা পরিস্থিতিতির কারণে কোম্পানির নিরীক্ষক উদ্বেগ জানিয়েছে।
নিরীক্ষক জানিয়েছে, ব্যাংকটির বর্তমান মন্দা পরিস্থিতির মাধ্যমে অনিশ্চয়তার দিকে যাচ্ছে। আর তাতে ব্যাংকটির সক্ষমতা নিয়ে সন্দেহ সৃষ্টি হচ্ছে। এসব বিষয়ে আর্থিক প্রতিবদনে নোট দিয়েছে বলে জানিয়েছে নিরীক্ষক।
ব্যাংকটির অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৬৬৪ কোটি ৭০ লাখ টাকা। ব্যাংকের শেয়ার সংখ্যা ৬৬ কোটি ৪৭ লাখ ২ হাজার ৩০০ টি। এরমধ্যে উদ্যোক্তাদের কাছে আছে ৫২.৭৬ শতাংশ, সরকারের কাছে ০.১৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১.৬১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ২৫.৪৬ শতাংশ শেয়ার। কোম্পনির শেয়ার সর্বশেষ ৫.৪০ টাকায় বেচাকেনা হয়েছে।