৯৯৯-এ ফোন পেয়ে বাল্যবিয়ে বন্ধ করল পুলিশ
সাদাকালো নিউজ
জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’নম্বরে ফোন পেয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীর বিয়ে বন্ধ করে দিয়েছে পটুয়াখালীর দুমকি থানা পুলিশ।
আজ বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার।
তিনি জানান, পটুয়াখালীর দুমকি উপজেলার দুমকি ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে পনের বছর বয়সী এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে হচ্ছিল।
এমন সংবাদ জানিয়ে ভুক্তভোগী স্কুলছাত্রীর একজন প্রতিবেশী জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে ফোন করে জরুরি পুলিশি সহায়তার জন্য অনুরোধ জানান।
তাৎক্ষণিকভাবে দুমকি থানা পুলিশের একটি দল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেয় এবং ছাত্রীর বাবাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
৯৯৯ এর কলটেকার কনস্টেবল আসিফ এমরান কলটি রিসিভ করেছিলেন। কনস্টেবল আসিফ তাৎক্ষণিকভাবে পটুয়াখালীর দুমকি থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।
এরপর দুমকি থানা পুলিশের একটি দল ইউএনওসহ ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেয়।
দুমকি থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জিত ৯৯৯-কে বিষয়টি নিশ্চিত করে জানান, বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবাকে ভ্রাম্যমাণ আদালত তিন হাজার টাকা জরিমানা করেছেন।