হেলসের বদলে ফিঞ্চকে কত দিয়ে কিনলো কেকেআর?
সাদাকালো নিউজ
আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইংল্যান্ডের মারকুটে ওপেনার অ্যালেক্স হেলস। বায়ো-বাবলের ঝক্কি নিতে পারবেন না তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন হেলস।
তার জায়গা পূরণ করতে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চকে দলে ভেড়াল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
শুক্রবার এক অফিসিয়াল বিবৃতিতে হেলসের স্থলাভিষিক্ত হিসেবে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের সঙ্গে চুক্তি করার বিষয়টি জানায় কেকেআর।সেই সাথে ফিঞ্চকে কিনতে কত রুপি খরচ করেছেন তাও জানান বিবৃতিতে।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চকে কিনতে কেকেআরের খবচ হয়েছে দেড় কোটি রুপি।
আইপিএলে বিভিন্ন আসরে মোট ৮৭টি ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ান এ অধিনায়ক। করেছেন দুই হাজারের ওপর রান। তবে এবারের আসরের নিলামে অবিক্রিতই ছিলেন ডানহাতি এই ওপেনার।
আইপিএলের এবারের আসর আগামী ২৬ মার্চ থেকে মাঠে গড়াচ্ছে। প্রথম ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।