
হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ১৪ ইসরায়েলি সেনা আহত
ইসরায়েলের উত্তরাঞ্চলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করেছে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। ১৭ এপ্রিল, বুধবার ইরানপন্থী এই গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে তারা উত্তর ইসরায়েলের একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়েছে। এতে ১৪ জন ইসরায়েলি সেনা আহত হয়েছে।
এর আগে ১৬ এপ্রিল, মঙ্গলবার দক্ষিণ লেবাননের আইন বাল এবং শেহাবিয়ায় ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর ফিল্ড কমান্ডারসহ তিনজন নিহত হয়। তাদের হত্যার প্রতিশোধ নিতে বুধবারের এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় ১৪ জন সেনা আহত হয়েছে। এদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর।
বিবৃতিতে বলা হয়েছে, লেবানন থেকে ইসরায়েলের আরব আল আরামশে নামের বেদুইন গ্রাম লক্ষ্য করে বেশ কয়েকটি অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল এবং ড্রোন উৎক্ষেপণ করা হয়।
ইসরায়েলি নিউজ ওয়েবসাইট ওয়াইনেট জানিয়েছে, ইসরায়েলি সৈন্যরা গ্রামের একটি কমিউনিটি সেন্টারে ছিল।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করে ইসরায়েলি বাহিনী। এর পরেরদিন থেকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গেও সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। উভয়পক্ষ প্রতিদিন গুলি বিনিময় করছে। এই সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্বনেতারা।