টাইগার পেসারদের দুর্দান্ত বোলিংয়ে এলোমেলো আয়ারল্যান্ড
সাদাকালো নিউজ
সিরিজ বাঁচানোর লক্ষ্যে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারি আয়ারল্যান্ডের। বাংলাদেশের তিন পেসারের দুর্দান্ত বোলিংয়ে দিশেহারা আয়ারল্যান্ডের ব্যাটাররা। এর আগে, বৃহস্পতিবার (২৩ মার্চ) টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা।
ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ১২ রান তুলতেই প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে প্রথম আঘাত হানেন তরুণ পেসার হাসান মাহমুদ। তার করা পঞ্চম ওভারের তৃতীয় বল অফ স্টাম্পের বাইরে পড়ে শেষ মুহূর্তে ভেতরে ঢুকায় ডোহেনি কিছু বুঝে ওঠার আগেই আউটসাইড-এজড হয়ে মুশফিকের গ্লাভসে জমা পড়ে।
এরপর দুর্দান্ত বোলিংয়ে হাসান মাহমুদ প্যাভিলিয়নে ফেরান স্টার্লিং ও টেক্টরকেও। হাসানের পর আয়ারল্যান্ড শিবিরে আঘাত হানেন তাসকিন আহমেদ। তাসকিন আহমেদের অফ স্টাম্পের বাইরের লেংথ বলটি শরীর থেকে দূরে খেলতে গিয়ে স্লিপে ক্যাচ তুলেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বলবার্নি। তার বিদায়ে ২৬ রানে চতুর্থ উইকেট হারায় আইরিশরা।
হাসান মাহমুদ ও তাসকিনের পর আয়ারল্যান্ডের ব্যাটারদের কঠিন পরীক্ষা নেন এবাদত। তার জোড়া আঘাতে চাপে পড়ে আইরিশ ব্যাটাররা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ৭৯ রান।