সেন্টমার্টিনে সানি লিওন!
নাফিজা আক্তার
শিরোনাম দেখে চমকে যাচ্ছেন হয়তো! ভাবছেন এই তো কদিন আগেই ঢাকায় এক বিয়ের আসরে নেচে গেলেন সাবেক নীল তারকা সানি লিওন। এক সপ্তাহের মাথায় কক্সবাজারের সেন্ট মার্টিনে আবার কি করছেন তিনি? প্রশ্ন জাগাটাই স্বাভাবিক!
আসল কথা হচ্ছে- বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত ৮ বর্গকিলোমিটারের এই প্রবাল দ্বীপে সানি লিওনের নামে রয়েছে একটি রিসোর্ট। যে রিসোর্টটির নাম ‘সানি কোরাল বিচ রিসোর্ট এবং সানি লিওন বিচ ক্যাফে’।
সেন্ট মার্টিন যারা গিয়েছেন তাদের চোখে অবশ্যই এড়ায়নি বলিউডের আইটেম গার্লের নামের এই রিসোর্ট। আর যারা যাবেন তাদের কাছেও কৌতুহল হয়ে থাকবে এটি। রিসোর্টটি আলীশান মানের ও আহামরি বিলাসবহুল না হলেও নামের কারণে কাছে যেতে মন চাইবে সানির। খোঁজ খবর নিতেও মন চাইবে।
মূলত পর্যটকদের বাড়তি মনোযোগ আকর্ষণ করতেই এই নামে রিসোর্টটির নাম করণ বলে মন্তব্য স্থানীয় বাসিন্দাদের।
টেকনাফ থেকে জাহাজ করে ৯ কিলোমিটারের জলপথ পাড়ি দিয়ে সেন্টমার্টিন বাজারে পৌঁছানোর পর অটো রিকশা কিংবা ভ্যান করে জলপরি রোড ধরে কিছু দূর এগোলেই চোখে পড়বে এই সানি লিওন বিচ ক্যাফে রিসোর্টটির। রিসোর্টটির ম্যানেজার হিসেবে আছেন মহিউদ্দীন নামের একজন।
এই নামে রিসোর্ট হওয়ার কারণ কি জানতে চাইলে তেমন কোনো উত্তর দিতে পারেননি তিনি। তবে জানান, এই নামের কারণে পর্যটকদের বাড়তি আগ্রহের জায়গায় আছে রিসোর্টটি।