সিনেমা দেখার জন্য ছুটি ঘোষণা করেছে সরকার!
রাকিবুল ইসলাম
সিনেমা দেখার জন্য ছুটি ঘোষণা করেছে সরকার। কি অবাক হচ্ছেন! অবাক হলেও এমনই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে।
১৯৯০ সালে কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের বিতাড়িত করার ঘটনা নিয়ে নির্মিত আলোচিত-সমালোচিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা দেখতে পুলিশ কর্মকর্তাদের বিশেষ ছুটি দিচ্ছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্য সরকার।
ভারতীয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে। খবরে বলা হয়, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, মধ্যপ্রদেশের পুলিশরা ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা দেখার জন্য ছুটি পাবেন। পুলিশপ্রধান সুধীর সাক্সেনাকে সেই নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়াও বিজেপিশাসিত চার রাজ্য মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট ও হরিয়ানায় সিনেমাটি এরই মধ্যে করমুক্ত ঘোষণা করা হয়েছে।
গত ১১ মার্চ ভারতের ৭০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি। কিন্তু এদিন জম্মু জেলা আদালতের বিচারপতি সিনেমাটির প্রদর্শনী স্থগিত করেন।
শহীদ স্কোয়াড্রন লিডার রবি খান্নাকে সিনেমাতে ভুলভাবে দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তার স্ত্রী শালিনী খান্না। যা পরবর্তীতে আদালত পর্যন্ত গড়ায়। তবে সব বাধা পেরিয়ে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ছবিটি।
শুধু তাই নয়, মুক্তির মাত্র ৪ দিনে প্রায় ৪৬ কোটি টাকা আয়ের রেকর্ড গড়েছে মাত্র ২০ কোটি টাকা দিয়ে নির্মিত ‘দ্য কাশ্মীর ফাইলস’। বক্স অফিস কাঁপানোর পাশাপাশি দর্শকের ভূয়সী প্রশংসাও কুড়াচ্ছে সিনেমাটি।