সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ
সাদাকালো নিউজ
সড়ক, নৌ ও রেলপথে ঘরমুখো মানুষের চাপ কয়েক গুণ বেড়ে যেতে পারে মঙ্গলবার (১৮ এপ্রিল)। কারণ ঈদের আগে মঙ্গলবারই সরকারি অফিসগুলোর শেষ কর্মদিবস।
ফলে বিভিন্ন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবীদের অনেকেই তড়িঘড়ি করে মঙ্গলবারই রাজধানী ছেড়ে যাওয়ার কথা ভেবে রেখেছেন। তাদের কেউ কেউ পরিবার-পরিজনকে আগেই গ্রামে পাঠিয়ে দিয়েছেন।
এবার রমজান মাস ২৯ দিন হিসাবে ২২ এপ্রিল শনিবার পবিত্র ঈদুল ফিতর হতে পারে ধরে নিয়ে ছুটির তালিকা তৈরি করেছিল সরকার। সে অনুযায়ী ২১ থেকে ২৩ এপ্রিল তিন দিনের ঈদের ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ১৯ এপ্রিল পবিত্র শবেকদরের ছুটি রয়েছে।
মাঝখানের দিনটি অর্থাৎ ২০ এপ্রিল বৃহস্পতিবারও সরকারের নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে এবার ঈদের ছুটি দাঁড়াচ্ছে কমপক্ষে পাঁচ দিন। তবে রোজা ৩০টা হলে ছুটি বাড়বে আরও এক দিন। সে ক্ষেত্রে টানা ছয় দিনের ঈদের ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।
গত ১০ এপ্রিল সরকারের নির্বাহী আদেশে ২০ এপ্রিল ছুটি ঘোষণা করা হয়। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, ১৯ এপ্রিল বুধবার পবিত্র শবেকদরের ছুটি। সে ক্ষেত্রে ঈদের আগে এক দিন অর্থাৎ ২০ এপ্রিল অফিস খোলা থাকে। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত যাতে নির্বিঘ্ন হয় সে জন্য ২০ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে। রাজধানীতে একটি সরকারি সংস্থায় চাকরি করেন শাহ কামাল। তার গ্রামের বাড়ি চাঁদপুরে।
‘আমার বৃহস্পতিবার অফিস শেষে ঢাকা ছাড়ার পরিকল্পনা ছিল। কিন্তু নির্বাহী আদেশে ওইদিন ছুটি পাওয়ায় কাল (মঙ্গলবার) অফিস করেই রওনা দিতে পারব।’