লাস্যময়ী পোশাকে ভাইরাল শাহরুখ-কন‍্যা সুহানা!
Loading advertisement...
Preload Image
Up next

আইনের শাসন প্রতিষ্ঠায় সকলকে সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করতে হবে: আইনমন্ত্রী

Cancel
Auto Next
0 Comments

লাস্যময়ী পোশাকে ভাইরাল শাহরুখ-কন‍্যা সুহানা!

নাফিজা আক্তার

বলিউডে এখনো পা রাখতে না পারলেও এর মধ্যে নিজেকে জনপ্রিয়তার চূড়ায় বসিয়েছেন শাহরুখ কন্যা সুহানা খান। সম্প্রতি গ্রাজুয়েশন শেষ করে নিউ ইয়র্ক থেকে ফিরেছেন সুহানা। এর মাঝে ভাই আরিয়ান খানের জন্য সোশ্যাল মিডিয়া থেকে কিছুদিন বিরতি নিয়েছিলেন বোন সুহানা। তবে বাড়িতে ফিরেই লাস্যময়ী পোশাকে দেখা গেল শাহরুখ কন্যাকে।

সম্প্রতি ফটোশুটের কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন সুহানা। সেখানে দেখা গেছে, একটি ডিপ নেক প্রিন্টেড স‍্যাটিন পোশাকে সোফায় আধশোয়া হয়ে ফ্রেমবন্দি হয়েছেন তিনি। সেই ছবিগুলো ইতিমধ্যে সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল।

এতোদিন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডি নিয়ে পড়ছিলেন সুহানা। সেখানে হোস্টেলে থাকতেন এই স্টার কিড। মাঝেমধ‍্যে মুম্বাই ফিরে বাবা, মা, ভাইয়ের সঙ্গে সময় কাটিয়ে যেতেন। তবে সম্প্রতি সুহানার শেয়ার করা একটি ছবিতে নিউ ইয়র্ক ছেড়ে আসার ইঙ্গিত দিয়েছেন তিনি। একটি বহুতলের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাদা কালো ছবি শেয়ার করেছেন সুহানা।

ট্রাকের গায়ে লেখা, ‘চিন্তা করো না। তুমি যদি নিউ ইয়র্ক ছেড়েও যাও তুমি সবসময় নিউ ইয়র্কারই থাকবে।’ পোস্টের সঙ্গে একটি বাঘা হৃদয়ের ইমোজি জুড়ে দিয়েছেন সুহানা। মন্তব্যের ঘর ভরিয়ে দিয়েছেন তার বুন্ধবান্ধবরা। একজন লিখেছেন, ‘নিউ ইয়রর্ক এখন থেকেই তোমাকে মিস করছে।’ আরেকজন লিখেছেন, ‘তুমি দারুন সব কাজ করবে’।

জানা গেছে, খুব শিগরই বলিউডে পা রাখতে চলেছেন সুহানা। পরিচালক জোয়া আখতারের ছবিতে তিনি অভিষেক করবেন। নব্বইয়ের দশকের জনপ্রিয় কমিকস ‘আর্চি’র এক দেশি সংষ্করণ বানাতে চলেছেন জোয়া। এই ছবিতে শুধু সুহানায় নন, তার পাশাপাশি শ্রীদেবী কন‍্যা খুশি কাপুর ও সাইফ পুত্র ইব্রাহিম আলি খানও থাকবেন বলে জানা গেছে।

পরিচালকের ঘনিষ্ঠ সূত্রের খবর, ‘আর্চি’ কমিকসের দুই মহিলা চরিত্রের জন‍্য সুহানা ও খুশিকে সাইন করেছেন জোয়া। সুহানাকে দেখা যাবে ‘বেটির’ চরিত্রে এবং খুশি হবেন ‘ভেরোনিকা’। কমিকসের মূল চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পারে ইব্রাহিমকে। নেটফ্লিক্সে মুক্তি পেতে পারে এই ছবি।

বলিউডের সিনেমায় এটা সুহানার কাজ হলেও এর আগেও তিনি অভিনয় করেছেন। লন্ডনে পড়াশোনার সময় ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ নাটকে তিনি অভিনয় করেন। এছাড়া ১০ মিনিটের স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘দ্য গ্রে পার্ট অব ব্লু’তে অভিনয় করেও নজর কাড়েন শাহরুখ কন্যা।