লকডাউনে অতিরিক্ত রিকশা ভাড়া দিতে নাভিশ্বাস সাধারণ মানুষের
সাদাকালো নিউজ ডেস্ক
ঢাকার রাজপথের চিরচেনা সেই রূপ নেই। নেই দম বন্ধ করা জানযট। চলছে লকডাউন। ঢাকার রাস্তায় সবচেয়ে বেশি চলছে রিক্সা। অন্যান্য গণপরিবহণে নিষেধাজ্ঞা থাকলেও, অনেকটাই স্বাভাবিকভাবেই চলছে রিকসা। জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষের চলাচলের একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছে রিক্সা। যাত্রীদের কাছে বিকল্প না থাকায় চড়তে হচ্ছে রিক্সাতেই। এই সুযোগে, অতিরিক্ত ভাড়া নিচ্ছেন রিক্সাচালকেরা। কখনো কখনো তা স্বাভাবিক সময়ের চেয়ে ২ থেকে ৫ গুণ বেশি।