যা কিছু নতুন-ভাইরাল তার সঙ্গে হিরো আলম!
নাফিজা আক্তার
বিশ্বের যেখানেই কোন কিছু ভাইরাল হয় সেটার সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে পছন্দ করেন বগুড়ার যুবক আশরাফুল আলম। সবার কাছে তিনি হিরো আলম। নতুন বছরের শুরু থেকে এখন পর্যন্ত নতুন নতুন ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি।
অভিনয়, প্রযোজনা থেকে শুরু করে গান সবকিছুই হিরো আলম করেন নিজের মতো করে। কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আগামী সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু এবং নন্দীগ্রাম উপজেলা) থেকে অংশ নেবেন বলে ঘোষণা দিয়েছিলেন। এবার হিরো আলম জানালেন, ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছেন।
দেশের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে হিরো আলম বলেন, ‘চলতি বছরে আমি তিনটি ছবি মুক্তি দিতে চাই। সবগুলোই তৈরি হয়ে আছে। কিন্তু মহামারির কারণে মুক্তি দিতে সাহস পাচ্ছি না। নতুন করে আবার গোটা দুনিয়া বন্দী জীবনে ফিরে যাচ্ছে। দেশ আবার কঠোর বিধিনিষেধের আওতায় আসছে। তাই ভেবে দেখলাম কিভাবে কাজগুলো মুক্তি দেয়া যায়।’
তিনি বলেন, ‘অনেক চিন্তা-ভাবনা করে দেখলাম, কারো কাছে যাবো না। নিজেই ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসবো। নিজের কাজ নিজেই মুক্তি দিবো। যার ইচ্ছে হবে দেখবে।’
তবে ওটিটি প্ল্যাটফর্মের নাম কি হবে? সেটা বলেননি হিরো আলম। তিনি বলেন, ‘বগুড়ায় আমার ডিশের ব্যবসা আছে। সেটা থেকে আমার ভালোই অভিজ্ঞতা আছে। আশা করছি, ওটিটির ব্যবসাও আমি ভালোভাবে চালাতে পারবো। কোনো সমস্যা হবে না। নতুন নতুন ছেলে মেয়েদের কাজের জায়গা দিতে পারবো। যা আমার কাছেও ভালো লাগবে। আশা করছি এই বছরে সবার সামনে চলে আসবে আমার ওটিটি প্ল্যাটফর্ম।’
বগুড়ার এরুলিয়া ইউনিয়নের এরুলিয়া গ্রামের বাসিন্দা হিরো আলম। স্থানীয় স্কুলে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ে আলমকে নেমে পড়তে হয় জীবিকা নির্বাহের তাগিদে। সিডি বিক্রি থেকে ডিশ ব্যবসায় হাত দিয়ে সফলতা অর্জন করেন আলম। মাসে আয় করতেন ৫০ হাজার টাকা। অনেক আগে থেকেই মডেল হওয়ার ইচ্ছা ছিলো হিরো আলমের।