যাদের জন্য নতুন উপহার দিলেন পরীমনি?
নাফিজা আক্তার
২০২১ সালটা কারাগার ও আদালতে হাজিরা দিয়েই কেটেছে ঢাকাই সিনেমার লাস্যময়ী অভিনেত্রী পরিমনির। তবে নতুন বছরে প্রিয়জনদের উপহার দিয়েছেন নায়িকা।
নতুন বছরের দ্বিতীয় দিন রোববার মাদক মামলায় আদালতে হাজিরা দিয়ে রাতে বনানীর এক রেস্টুরেন্টে গিয়ে সাংবাদিকদের সামনে হাজির হন পরীমনি। আয়োজিত সংবাদ সম্মেলনটি ছিলো পরীর নতুন ছবি ‘মুখোশে‘র টাইটেল গানের মুক্তির। সেখানেই সংবাদকর্মী ও ভক্তদের এই গানটি উপহার দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ছবিটির নির্মাতা ইফতেখার শুভ, চিত্রনায়ক জিয়াউল রোশান, টাইগার মিডিয়ার কর্ণধার অভিসহ অনেকে।
সেখানে বক্তব্যের শুরুতেই সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান পরীমনি। সবাইকে তো আর বাসায় বাসায় গিয়ে উপহার দেয়া সম্ভব না। কিন্তু প্রিয় মানুষদের কাছ থেকে উপহার পাবার বা দেয়ার প্রত্যাশা তো থাকেই। আমার ভক্ত, দর্শক ও আপনারা (সাংবাদিক) যারা আছেন তাদের জন্য এ গানটা বা কাজটা আমার পক্ষ থেকে উপহার। আশা করবো, এটি সবার পছন্দ হবে।
আব্রাহাম তামিমের লেখায় এর সুর ও সংগীত করেছেন আহম্মেদ হুমায়ূন। গানটি গেয়েছেন নোবেল।
পরিচালক ইফতেখার শুভ বলেন, আগামী ২১ জানুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তবে এর আগে ছবিটির ট্রেলার প্রকাশ হবে।
ছবিটির প্রধান তিনটি চরিত্রে আছেন সুপারস্টারের ভূমিকায় রোশন, সাংবাদিকের চরিত্রে পরীমনি ও নেতার ভূমিকায় আছেন মোশাররফ করিম।