মেঘের রাজ্যে উড়ে গেলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী!
নাফিজা আক্তার
বর্তমানে বাংলাদেশের টিভি নাটকের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গত কয়েক বছরে তিনি নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। তার অভিনীত প্রায় সব নাটকই দর্শক পছন্দের তালিকায় থাকে। সময়ের সঙ্গে নিজেকে ভেঙে-গড়ে পুরোদস্তুর অভিনেত্রী হিসেবে গড়ে তুলেছেন এই তারকা।
এক সময় সংযুক্ত আরব আমিরাতেই থাকতেন মেহজাবীন। ফলে এই দেশটিতে গেলে অন্যরকম ভালোলাগা কাজ করে তার মনে। এবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে গিয়ে আকাশের খুব কাছে উড়ে গেলেন মেহজাবীন। নীল মেঘেদের রাজ্যে হারিয়ে গেলেন বাংলার নাটকের এই রানি।
মূলত সেখানে স্কাইড্রাইভ করেছেন মেহজাবীন। সেই ছবিই ১৩ মার্চ সকালে ফেসবুক পেজের মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। প্রস্তুতি নেওয়া থেকে শুরু করে আকাশে উড়ে যাওয়ার কয়েকটি ছবি প্রকাশ করেন মেহজাবীন।
ক্যাপশনে লেখেন, ‘জীবন খুব ছোট এবং বিরক্তিতে ভরা। বাঁচুন, ভালোবাসুন, হাসুন এবং উড়তে ভুলবেন না।’