মাধুরী দীক্ষিতের বিলাসবহুল নতুন বাড়ির ভাড়া কত?
নাফিজা আক্তার
বলিউডের লাস্যময়ী অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ভারতীয় চলচ্চিত্র জগতের প্রথিতযশা এই অভিনেত্রীর বিশ্বে ভক্তের কোন কমতি নেই। তাকে বলিউডের সেরা অভিনেত্রীদের একজন হিসেবে গণ্য করা হয়।
চলচ্চিত্র থেকে অনেকটা দূরে রয়েছেন মাধুরী দীক্ষিত। বর্তমানে স্বামী-সন্তান নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি বলিউড এই অভিনেত্রী মুম্বাইয়ে নতুন বাড়ি ভাড়া নিয়েছেন। বিলাসবহুল এ বাড়ির ভাড়া বাবদ তাকে গুণতে হচ্ছে কতো?
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে নতুন এই বাসা ঘিরে অভিনেত্রী উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মাধুরীর নতুন ফ্ল্যাটটি ৫ হাজার ৫০০ স্কয়ার ফুট এলাকাজুড়ে। মুম্বাইয়ের ওরলি এলাকার একটি আবাসিক ভবনের ২৯ তলায় মাধুরীর নতুন ঠিকানা।
তাঁর এই বাসা থেকে দেখা যাবে সূর্যোদয় থেকে সূর্যাস্ত হওয়ার অপূর্ব দৃশ্য। এমনকি রাতের ঝলমলে মুম্বাইয়ের অসাধারণ দৃশ্য ধরা পড়বে তাঁর এই ফ্ল্যাট থেকে। আরব সাগরের তীরে মাধুরীর এই স্বপ্নের বাসা। তাই এখান থেকে দেখা যাবে সমুদ্রের নানা রং, রূপ আর মেজাজ।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার তাদের এক প্রতিবেদনে জানায়, মাধুরী নতুন ফ্ল্যাটটি ইজারা নিয়েছেন। আর এর জন্য প্রতি মাসে তাঁকে ভাড়া হিসেবে ১৪ লাখ টাকা দিতে হবে।
১৯৯৯ সালে চিকিৎসক শ্রীরাম নেনেকে বিয়ে করেন মাধুরী। দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে হিন্দুশাস্ত্র অনুযায়ী তাঁদের বিয়ে হয়। পরে দুই পুত্রসন্তান আরিন আর রয়ানের জন্ম দেন মাধুরী।