মডেলিং দিয়ে শুরু নায়ক থেকে নেতা!
রাকিবুল ইসলাম
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে টানা তৃতীয় বারের মতো জয়ী হয়েছেন জায়েদ খান। গেল শুক্রবার দিনভর ভোটগ্রহণ শেষে শনিবার ভোরে এফডিসিতে ফলাফল ঘোষণা করেন শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহিদুল হারুন।
সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের কাছে ১৩ ভোটে হেরেছেন নায়িকা নিপুণ আক্তার। জায়েদ খান পেয়েছেন ১৭৬ ভোট। নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট।
২০১৭ সালের দ্বি-বার্ষিক নির্বাচন শেষে প্রথমবারের মতো চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব নেয় মিশা-জায়েদ প্যানেল। তারপর সমিতির গল্পটা বেশিরভাগই সাফল্যের। ১৯৮০ সালের ৩০ জুলাই পিরোজপুরে জন্মগ্রহণ করেন চিত্রনায়ক জায়েদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন এই নায়ক। ২০১২ সালে নায়কের মা শাহিদা হক রত্নগর্ভা হিসাবে পুরস্কৃত হন।
২০০৮ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমার মধ্য দিয়ে জায়েদ খানের চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। রোমান্টিক ধাঁচের এই ছবিটি পরিচালনা করেন মহম্মদ হাননান। এতে আরও অভিনয় করেন রিয়াজ এবং শাবনূর।
পরের বছর তিনি মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কাজের মানুষ’ এবং মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘মন ছুঁয়েছে মন’ ছবিতে অভিনয় করেন। ২০১০ সালে মুক্তি পায় তার অভিনীত এফ আই মানিক পরিচালিত ‘আমার স্বপ্ন আমার সংসার’ এবং মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মায়ের চোখ’ ও ‘রিকসাওয়ালার ছেলে’।
২০১২ সালে জায়েদ খানকে শাবনূরের বিপরীতে প্রধান অভিনেতা হিসেবে ‘আত্মগোপন’ ছবিতে দেখা যায়। ছবিটি পরিচালনা করেন এম এম সরকার। ২০১৪ সালে তার অভিনীত চলচ্চিত্রগুলো হল মাশরুর পারভেজ ও আকিব পারভেজের যৌথ পরিচালনার ‘অদৃশ্য শত্রু’, রকিবুল আলম রকিবের ‘প্রেম করবো তোমার সাথে’, আজাদ খানের ‘দাবাং’, মনতাজুর রহমান আকবরের ‘মাই নেম ইজ সিমি’ এবং রাজু চৌধুরীর ‘তোকে ভালোবাসতেই হবে’।
২০১৫ সালে তিনি শাহ্ আলম মন্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’, রকিবুল আলম রকিব পরিচালিত ‘নগর মাস্তান’ ছবিতে অভিনয় করেন জায়েদ। ২০১৭ সালে প্রযোজনায় নাম লেখান জায়েদ খান। তার প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘অন্তর জ্বালা’ পরিচালনা করেন মালেক আফসারী। এখানে তার নায়িকা ছিলেন পরীমণি। বর্তমানে কিছু ছবি তার নির্মাণাধীন রয়েছে।