বেলুন বিক্রেতা থেকে রাতারাতি তারকা!
নাফিজা আক্তার
কিসবো ভারতের কেরালার স্থানীয় বাসিন্দা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কিছু ছবি নজর কেড়েছে পুরো বিশ্বের।
সাদা শাড়ি, লাল ব্লাউজের সঙ্গে মানানসই সাজ। দেখে মনে হবে পুরোদস্তুর এক মডেল তিনি। তার হাসি চোখে লেগে থাকার মতোই। আদতে এই কিশোরী পেশায় বেলুন বিক্রেতা। এ কাজ করেই তার সংসার চলে। মা আর কিসবো এই তাদের পরিবার।
ভারতীয় পত্রিকা এনডিটিভি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ছোটবেলায় বাবা না ফেরার দেশে চলে যাওয়ার কারণে ছোট্ট বয়সেই সংসারের হাল ধরতে হয় কিসবোকে। তার ও মায়ের মুখে খাবার তুলে দিতে রঙিন বেলুনই হয়ে ওঠে কিসবোর বর্ণহীন জীবনের ভরসা। কিসবোর মাও এই পেশায় জড়িত।
হ্যাঁ, কুন্নুরের এক মেলায় বেলুন বিক্রি করছিলেন কিসবো। এমন সময় এক ফটোগ্রাফারের নজরে পরে যান তিনি। কিসবো ও তার মায়ের অনুমতি নিয়েই ছবি তোলা হয়। কিসবোর ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করেন সেই আলোকচিত্রী। সেই ছবি ইন্টারনেটে শেয়ার হতেই রাতারাতি ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে।
সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই কিসবোর মেক ওভারের দায়িত্ব নেন কুন্নুরের এক বিউটি সেলুন। নতুন রূপে নতুন সাজে আবার কিসবোর ছবি তোলা হয়। কিশোরী বেলুনওয়ালীর সেই ছবিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাতারাতি তারকা বনে যান কিসবো।