বিয়ে করছেন বিজয়-রাশমিকা!
রাকিবুল ইসলাম
দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ভারতের ‘ন্যাশনাল ক্রাশ’ বলা হয় তাকে। তার সর্বশেষ মুক্তি পাওয়া ‘পুষ্পা: দ্যা রাইজ’ সিনেমা দিয়ে ব্যাপক সাড়া পেয়েছেন তিনি। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলা খাতা নায়িকা। তাই জীবনের নানান খুঁটিনাটি প্রায় নিজেই প্রকাশ করে দেন।
এদিকে সিনেমা ছাড়াও দক্ষিণি অভিনেতা বিজয় দেবেরকোন্ডার সঙ্গে তার সম্পর্কের খবর প্রায় খবরের শিরোনাম হয়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিজয়ের সঙ্গে প্রেমের বিষয়ে খোলামেলা কথা বলেছেন ‘ডিয়ার কমরেড’ খ্যাত এই নায়িকা। এমনকি দুইজন কবে বিয়ের পরিকল্পনা করছেন সে বিষয়েও কথা বলেছেন।
এর আগে রক্ষিত নামে একজনের প্রেমে পড়েছিলেন রাশমিকা। জানা গেছে, একটি কিরিক পার্টিতে দেখা হয়েছিলো তাদের। এরপর দুজনেই পড়েছিলেন প্রেমে। এমনকি বাগদানও সেরে ফেলেছিলেন তারা। কিন্তু বাগদানের এক বছর পর ২০১৭ সালে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তারা।
এরপর অভিনেতা বিজয়ের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শুরু হয়। এ নিয়ে ২০২০ সালে প্রথমবারের মতো মুখ খুলেন রাশমিকা। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিজয় একজন সাধারণ মানুষ যে নিজের জগতে অনেক সুখী। ‘গীতা গোবিন্দম’ সিনেমার শুটিংয়ের সময় আমরা শুধুই বন্ধু ছিলাম। কিন্তু আমাদের মধ্যে কোথায় যেন একটা মিল ছিলো যেটা উপেক্ষা করতে পারিনি।’
রক্ষিতের সঙ্গে ব্রেকআপ করার পরে বিজয় তাকে সান্ত্বনাও দিয়েছিলেন। এ বিষয়ে নায়িকা বলেন, ‘ব্রেকাপের পর আমি সেরে উঠছিলাম। আমার মানসিক যত্নের প্রয়োজন ছিল। সেটা আমি বিজয়ের কাছে পেয়েছি। আমি আমার আবেগ মানিয়ে নিতে সংগ্রাম করছিলাম। বিজয় আমাকে সহযোগিতা করেছে। সে আমাকে বুঝিয়েছে বাইরে একটি ভিন্ন জগত রয়েছে। সেই দুনিয়া আমাকে আলিঙ্গন করার জন্য অপেক্ষা করছে।’
বিজয়কে রাশমিকায় প্রথম ভালোবাসার কথা জানিয়েছেন। তবে বিজয় নাকি প্রথম দিকে না করেছেন। তবে পরে আবার সম্মতি প্রকাশ করেন। নায়িকা বলেন, ‘বিজয় আমার প্রাক্তন প্রেমিক রক্ষিতের মতো নিরাপত্তাহীন ব্যক্তি নন। আমাকে আমার ক্যারিয়ার উৎসর্গ করার পরামর্শ দেন না। তিনি একজন মুক্তমনা ব্যক্তি এবং চান আমি চিরকাল স্বাধীন থাকি।’
তবে এখনই বিয়ের কথা ভাবছেন না এই জুটি। এখন শুধুমাত্র ক্যারিয়ারে ফোকাস করতে চান। বলিউডে অভিষেকের অপেক্ষায় রয়েছেন দুই তারকাই। রাশমিকাকে তার বলিউড ডেবিউ মুভি ‘মিশন মজনু’তে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে দেখা যাবে। অন্যদিকে বিজয় আসছেন ‘লাইগার’ নিয়ে।