বিয়ের আয়োজনে সবকিছুই ‘নকল’ করেছেন মিম?
নাফিজা আক্তার
এই উপমহাদেশের চলচ্চিত্রের যাত্রা শুরুর পর থেকেই রিমেক কিংবা একই নানা ভাষায় গান নতুন কিছু নয়। হিন্দি ছবির চিত্রনাট্য বাংলায় রূপান্তরের পর হিট হয়েছে বহু সিনেমা। ঢাকাই সিনেমার অভিনয় শিল্পীরা নানাক্ষেত্রে অনুসরণ করেন বলিউড তারকাদের। কারও কারও কাছে বলিউড তারকারা আইডল কিংবা গুরু।
পর্দায় অনুকরণ মেনে নেয়া যায়, তাই বলে বাস্তব জীবনেও। অথচ এমনটি ঘটেছে ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের ক্ষেত্রে। ভক্তদের অভিযোগ, বিয়ের পোশাক থেকে শুরু করে হানিমুনের স্থান, সবকিছুতেই বলিউডের ক্যাটরিনা কাইফকে নকল করেছেন মিম।
গতবছর রাজকীয় আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ক্যাটরিনা কাইফ। বিয়েতে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা লেহেঙ্গা পড়েছিলেন অভিনেত্রী। ঠিক একই রকমের লেহেঙ্গাও বেছে নিয়েছিলেন মিম। এমনকি ক্যাটরিনার মতো বিয়ের খবরটা পুরোটা চেপে গিয়েছিলেন মিম। শুধু তা-ই নয়, গায়েহলুদের অনুষ্ঠানও একদম গোপনেই সারেন এই অভিনেত্রী।
বিয়ের আনুষ্ঠানিকতার পরদিন স্বামী ভিকি কুশলকে নিয়ে মালদ্বীপে হানিমুনে যান ক্যাট। তবে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম বিয়ের পরদিন না গেলেও হানিমুনে যাচ্ছেন বিয়ের এক সপ্তাহ পর। ১১ জানুয়ারি স্বামী সনি পোদ্দারকে নিয়ে মালদ্বীপে উড়াল দেবেন নায়িকা। হানিমুনের এই সফর চার দিনের জন্য, এরই মধ্যে একান্তে সময় কাটাতে রিসোর্টও ঠিক করে ফেলেছেন এই নবদম্পতি।
সবকিছুতে গোপনীয়তা অবলম্বন করেছিলেন মিম। তবে সে গোপনীয়তা পুরোপুরি রক্ষা করতে পারেননি মিম, দেরিতে হলেও গণমাধ্যমে চলে আসে মিমের বিয়ের ছবি। অতিথিদের দ্বারা ছবি নেটদুনিয়ায় প্রকাশ হয়ে পড়ে।
২০২১ সালের ১০ নভেম্বর নিজের জন্মদিনে বাগদান সেরে সামাজিক মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেন মিম। তখন এ অভিনেত্রী জানান, তার হবু বর সনি পোদ্দার একজন ব্যাংক কর্মকর্তা। তিনি জন্মগ্রহণ করেছেন কুমিল্লায়। মাধ্যমিক শেষ করেন কুমিল্লা জিলা স্কুল থেকে। ঢাকায় এসে সনি পোদ্দার পড়াশোনা করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে।
সনি পোদ্দার বর্তমানে কর্মরত আছেন সিটি ব্যাংকে। এর আগে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইস্টার্ন ব্যাংকে চাকরি করেন। তার সঙ্গে মিমের ৬ বছরের সম্পর্ক। এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয়। তারপর প্রেম।
সবশেষ মিম অভিনীত মুক্তি প্রাপ্ত সিনেমা ‘সাপলুডু’। বর্তমানে এ অভিনেত্রীর হাতে রয়েছে আবু রায়হান জুয়েলের ‘পথে হলো দেখা’, রায়হান রাফির ‘ইত্তেফাক’, দীপঙ্কর দীপনের ‘অন্তর্জাল’ সিনেমার কাজ। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘দামাল’ ও ‘পরাণ’