বিমানের কার্গো হোলে ৮৮টি স্বর্ণ বার!
রাকিবুল ইসলাম
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১০ কেজি ওজনের সোনার বার জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, আজ রোববার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে এই সোনার বার জব্দ করা হয়। সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে সকাল ৯টার দিকে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। এরপর তল্লাশি চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করা হয়।
রাজধানীর কাকরাইলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সহকারী পরিচালক আব্দুল মান্নান সাংবাদিকদের জানান, আমাদের কাছ তথ্য ছিলো ফ্লাইটে স্বর্ণ পাচার হচ্ছে। ফ্লাইটটি অবতরণের পর সেটাতে অভিযান চালানো হয়।
পরে বিমানটির কার্গো হল থেকে ৮৮টি স্বর্ণের বার উদ্ধার হয়। যার মোট ওজন ১০ কেজি। এ ঘটনায় কাউকে ধরা যায়নি। তবে আইনি ব্যবস্থা নেয়ার কার্যক্রম চলছে বলে জানান আব্দুল মান্নান।
চলতি অর্থবছরে এ পর্যন্ত প্রায় ১৮৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ হাজার ২৯২ কোটি টাকা।
বিগত ২০২০-২১ অর্থবছরে ১৭৫ কেজি ২০১৯-২০ অর্থবছরে ১৮০ কেজি স্বর্ণ উদ্ধার হয়। ২০১৩-১৪ অর্থবছর থেকে এ পর্যন্ত সর্বমোট স্বর্ণ জব্দের পরিমাণ ২ হাজার ৫০৩ কেজি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ হাজার ২৬৮ কোটি টাকা।