বিএনপি থেকে শওকত মাহমুদকে বহিষ্কার
সাদাকালো নিউজ
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকার অভিযোগে দলের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্তে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, এর আগেও শওকত মাহমুদকে দুই বার দলের পক্ষ থেকে শোকজ করা হয়েছিল। এবার তাকে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হলো।
২০১৬ সালে ১৯ মার্চ ষষ্ঠ জাতীয় কাউন্সিলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যানের পদ পেয়েছিলেন শওকত মাহমুদ। তিনি একসময় জাতীয় প্রেস ক্লাবের সভাপতিও ছিলেন।