ফের রাখিকে মিকার চুমু, তবে এবার জোর করে নয়!
রাকিবুল ইসলাম
ক্যারিয়ারের শুরুর দিকে চুম্বনকাণ্ডে জড়িয়েছিলেন বলিউডের আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। তাকে জোর করে চুমু খেয়েছিলেন পাঞ্জাবি গায়ক মিকা সিং। তা নিয়ে জলঘোলা কম হয়নি। এই ঘটনার বহু বছর পর ফের চুম্বনকাণ্ড রাখির জীবনে। এবার ঘটনা ঘটেছে ‘বিগ বস ১৫’র রিয়ালিটি শোতে।
তবে এমন ঘটনা বাস্তবে না ঘটলেও ২০০৬ সালের পুরোনো একটি ঘটনা সামনে নিয়ে এসেছেন সালমান খান। ‘বিগ বস ১৫’র ফাইনালিস্ট রাখি। এই নিয়ে তিনবারের মতো শো-তে ভাগ নিলেন তানি।
জানা গেছে, বিগ বসে উইকেন্ড কা আওয়ার-এ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মিকা সিং। আর সেখানেই অনেকদিন আগের চুমু-বিতর্ক সামনে আনেন সালমান খান। রাখি সাওয়ান্তের সঙ্গে মশকরা করে সালমানকে বলতে শোনা যায়, ‘দেখ রাখি, তোমার প্রিয় মানুষ এসে গেছে।’ আর সঙ্গে সঙ্গেই হেসে উঠেন মিকা। রাখি বলেন, ‘ও মাই গড’।
এরপর রাখির উদ্দেশ্যে সালমানকে বলতে শোনা যায়, ‘আজ তোমার জন্মদিন নয়তো’। আর তাতে মিকা জবাব দেন, ‘ওটা আমার জন্মদিন ছিলো’। এরপর মিকা রাখিকে উদ্দেশ্য করে হাওয়ায় চুমু ছুঁড়ে মারেন। উল্টোদিকে ঠিক এমনটায় করতে দেখা যায় রাখিকেও।
২০০৬ সালের একটা বিতর্কিত ঘটনার কথাই ছিল এদিনের মশকরার বিষয়। মিকা সেই পার্টিতে জোর করে চুমু খেয়েছিল রাখি সাওয়ান্তকে। যা নিয়ে চর্চা হয়েছিল ব্যাপক। পরে মিকা জানিয়েছিল, পার্টির সবাইকে তিনি বলেছিলেন যেন মুখে কেক না লাগায়। কিন্তু রাখি সেটা শুনেননি। তাই তাকে শিক্ষা দিতে চুমু খেয়েছিলো মিকা। তবে এই ঝামেলা গত বছর মিটিয়ে নিয়েছিলো তারা।