প্রথমে অগ্নিশিখা পরে যন্ত্রণা
সাদাকালো নিউজ
ভালোবাসার গল্পে বর্তমান সময়ের চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা মানসী প্রকৃতিকে নিয়ে নির্মাতা আরিফুর জামান আরিফ নির্মাণ করেছেন ‘অগ্নিশিখা’। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। কিন্তু সিনেমার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘যন্ত্রণা’।
এই শিরোনামেই ছবিটি সিনেমা হলে প্রদর্শিত হবে বলে জানান পরিচালক।
চলচ্চিত্রটির পোস্ট প্রোডাকশনের কাজ শেষ। এখন সেন্সর বোর্ডে জমা দেয়া হবে। কিন্তু সিনেমার নাম পরিবর্তন কেনো জানতে চাইলে নির্মাতা আরিফ বলেন, হঠাৎ করেই নাম বদল নয়। পোস্ট প্রোডাকশনের পাশাপাশি আমরা ভাবছিলাম সিনেমাটির নাম আর কি দেয়া যেতে পারে? গল্প অনুযায়ী ‘যন্ত্রণা’ শিরোনামটি যথার্থ বলে আমাদের মনে হয়েছে। আমরা এই নামে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি কর্তৃক সনদপত্র গ্রহণ এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি কর্তৃক অনুমতিপত্রও নিয়েছি।