পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলার মেয়েরা
নাফিজা আক্তার
ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো অংশগ্রহণ করে নিজেদের তৃতীয় ম্যাচেই অধরা জয়ের দেখা পেল নিগার সুলতানা জ্যোতির দল। তাও আবার প্রিয় প্রতিপক্ষ পাকিস্তানকে ৯ রানে হারিয়ে এক অনন্য ইতিহাস গড়লেন বাংলার মেয়েরা।
অবশ্য বাছাইপর্বে পাকিস্তানকে হারিয়েই মূল পর্বের টিকিট নিশ্চিত করেছিল বাংলাদেশ। সোমবার ম্যাচের শুরু থেকেই ভয়ডরহীন ক্রিকেট খেলেছে বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া রেকর্ড সর্বোচ্চ ২৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেটে ২২৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান। আর বাংলাদেশ পেয়ে যায় ৯ রানের ইতিহাস গড়া জয়।
পাকিস্তানের ওপেনার সিদরা আমিন এর ব্যক্তিগত ১০৪ রানে আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। ম্যাচ গড়ায় শেষ ওভার পর্যন্ত। শেষ পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৯ উইকেটে ২২৫ রান।
বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন ফারজানা হক। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে আসে ৪৬ আর সারমিন আক্তার করেন ৪৪ রান। আর বাংলাদেশের পক্ষে ফাহিমা খাতুন ৩টি ও রুমানা আহমেদ নেন ২টি উইকেট। ৮ ওভারে ৩৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ–সেরা হন ফাহিমা খাতুন।