পরীমনির অভিনয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম: নাসির
Loading advertisement...
Preload Image
Up next

আইনের শাসন প্রতিষ্ঠায় সকলকে সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করতে হবে: আইনমন্ত্রী

Cancel
Auto Next
0 Comments

পরীমনির অভিনয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম: নাসির

সাদাকালো নিউজ ডেস্ক

পরীমনিকান্ডে ১৮ দিন বন্দী থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ। গেল বৃহস্পতিবার সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে ছাড়া পেয়ে তিনি এখন উত্তরায় নিজের বাড়িতে অবস্থান করছেন। এমনকি দেরিতে হলেও কথা বলছেন গণমাধ্যমের সঙ্গে। বিভিন্ন গণমাধ্যমে কথা বলার সময় আক্ষেপ ফুটে ওঠেছে নাসিরের কন্ঠে। কয়েকজন সাংবাদিকের সঙ্গে মুঠোফোনে কথা বলার সময় নাসির বলেন, ‘বড় রকমের ভিকটিম হলাম। কোনো দিন হাজত দেখিনি। রিমান্ডে ১২ দিনসহ ১৮ দিন জেল-হাজতে কাটিয়েছি। সত্যিকারে অন্যায় করলে আফসোস ছিল না। আশা করি তদন্তকারী সংস্থা সঠিক বিষয়টি তুলে আনবে।’