নৌকার মাঝি অভিনেতা মিলন!
রাকিবুল ইসলাম
বিনাকর্তনে প্রেক্ষাগৃহে মুক্তির অনুমিত পেয়েছে আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা অভিনীত ‘নদীর জলে শাপলা ভাসে’ ছবিটি। গেল রোববার সিনেমাটি বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড থেকে সেন্সরপত্র পায়। এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক মেহেদী হাসান।
ছবিটিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন মিলন ও শিরিন। এখানে মিলন একজন নৌকার মাঝি। ছবিতে মিলনের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন শিরিন। তাঁর চরিত্রের নাম তারামন বানু।
ছবিটির গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, ‘গ্রামীণ পটভূমি নিয়ে সিনেমার কাহিনি তৈরি করা হয়েছে। বর্তমান সময়ে দর্শক যে ধরনের সিনেমা দেখতে চায় তাদের চাহিদা অনুযায়ী এ সিনেমাটি নির্মাণ করেছি। আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা ভালো অভিনয় করেছেন।’
অভিনেতা আনিসুর রহমান মিলন বলেন, ‘প্রথমেই ধন্যবাদ দিচ্ছি বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সব সদস্যদের। সুন্দর একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে এ চলচ্চিত্রটি। আশা করি মুক্তি পেলে দর্শক হলে গিয়ে সিনেমাটি দেখবেন।’
চিত্রনায়িকা শিরিন শিলা বলেন, ‘একটি হৃদয়বিদারক গল্প। এ ধরনের চরিত্রে আগে অভিনয় করিনি। অনেক দিন ধরেই এ রকম একটি গল্প খুঁজছিলাম। গ্রামের সহজ-সরল একজন মাঝির বউ আমি। গতানুগতিক গল্পের বাইরে ব্যতিক্রম মৌলিক গল্পের সিনেমা এটি। আমার বিশ্বাস প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেলে গল্প ও অভিনয়ে সবার হৃদয় ছুঁয়ে যাবে।’
এছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), রেবেকা রউফ,সব্রত, আসমা ঝিলিক, মাইশা। জানা গেছে, খুব শিগগিরই একযোগে দেশের বিভিন্ন সিনেমা হলে চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে।
১৯৭৪ সালের ৩ জুন ঢাকায় জন্মগ্রহণ করেন আনিসুর রহমান মিলন। মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু মিলনের। পরে সুচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রে একটি ছোট চরিত্রের মাধ্যমে ঢালিউডে পা রাখেন অভিনেতা। ২০০৬ সালে মধুময়রা নাটকে অভিনয় করে সেরা টিভি অভিনেতা বিভাগে মেরিল প্রথম-আলো পুরস্কার জিতেন তিনি। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে, ‘দ্য লাস্ট ঠাকুর’, ‘দেহরক্ষী’, ‘পোড়ামন’, ‘লালচর’ ‘রাজনীতি’।