কেন নিয়ন্ত্রণহীন ভোজ্যতেলের বাজার?
সাদাকালো নিউজ
দেশের বাজারে ক্রমাগত বাড়ছে ভোজ্যতেলের দাম। নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে বাজারব্যবস্থা। জানা গেছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, রাশিয়া-ইউক্রেনের মধ্যে সামরিক সংঘাত এবং আসন্ন রমজান ঘিরে কতিপয় অসাধু ব্যবসায়ী তেল মজুদের কারণে বাজারে সংকট দেখা দিয়েছে। আর এ কারণে প্রতিদিনই বাড়ছে সয়াবিন তেলের দাম। নিয়ন্ত্রীণহীন বাজারে একেক দামে তেল বিক্রি করছেন ব্যবসায়ীরা।
এদিকে, বিশ্ব বাজারে দাম বাড়ার অজুহাতে দেশের রিফাইনারি কোম্পানিগুলো হঠাৎ করেই তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে। এতে করে ডিলার ও পাইকারিতে সরবরাহ কমে যাওয়ায় খুচরা বাজারে ব্যাপক প্রভাব পড়েছে। এছাড়াও বাজার ঘুরে দেখা গেছে, বোতলজাত তেলের সংকট। বিশেষ করে ৫ লিটার তেলের বোতলের দেখা মিলছে খুব কমই।
চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় বুধবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে প্রতি লিটার সয়াবিনের দাম গড়ে ২০ থেকে ২৫ টাকা বেড়েছে। যে তেল দুপুরের দিকে প্রতি লিটার ১৭৫ থেকে ১৮০ টাকায় পাওয়া যেত সেটি সন্ধ্যায় বেড়ে ১৯০ থেকে ২০৫ টাকায় উঠে। এছাড়া অনেক দোকান তো তেলশূণ্য হয়ে যায়।
ক্রেতাদের অভিযোগ, তেল ঠিকই আছে, পরবর্তীতে বেশি দামে বিক্রির আশায় বিক্রেতারা এখন তা লুকিয়ে রেখেছেন। এদিকে খুচরা ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার দোহাই দিয়ে দেশীয় কোম্পানিগুলো একদিকে তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে, অন্যদিকে দামও বাড়িয়ে দিচ্ছে। তাঁরা বাড়তি দামে তেল কিনতে চাইলেও সয়াবিন পাচ্ছেন না। ফলে বাজারে সৃষ্টি হয়েছে কৃত্রিম সংকট।