নিপুণকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানালেন জায়েদ খান
নাফিজা আক্তার
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে উচ্চ আদালতে আইনী লড়াই চলার মাঝেই চিত্রনায়িকা নিপুণকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। পদ নিয়ে দুজনের বিরোধ হাইকোর্টকে নিষ্পত্তি করতে আপিল বিভাগের দেয়া আদেশের পর দেশের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জায়েদ খান বলেন, ‘বিরোধটা নিপুণই তৈরি করেছে। তারপরও আমি বলবো, সে আমার কলিগ। তার প্রতি ভালোবাসা দিবসের অনেক-অনেক শুভেচ্ছা।
উচ্চ আদালতের রায় নিয়ে অভিনেতা বলেন, ‘সর্বোচ্চ আদালতের রায়ে আমি খুশি, কারণ চেয়ার শূন্য থেকে ২/৪ দিনের মধ্যে যদি সতত্য বেরিয়ে আসে তাহলে ব্যক্তিগতভাবে আমি খুশি। কারণ আমি নির্বাচিত সেক্রেটারী। এটাতে কোন ভুল নেই। কিন্তু ২/৩ জন মানুষ অন্যায় করে আরেকজনকে চেয়ারে বসাতে চেয়েছে সেটা আসলে নিয়ম বর্হিঃভূতভাবে অনিয়মকে নিয়ম করার চেষ্টা করা হয়েছে।’
ভালোবাসা দিবসে ন্যায় বিচার প্রত্যাশী জায়েদ খান বলেন, ‘আমি চাই সত্যটা বেরিয়ে আসুক এবং আমি আশা করি হাইকোর্ট বিভাগে গেলে আমি সত্যিকারের ন্যায় বিচার পাবো। কারণ কাগজপত্র সব দিক থেকেই আমি ন্যায়ের দিকে এগিয়ে।’ তিনি আরও বলেন, ‘নির্বাচিত হওয়ার পর আপিলে জিতে চূড়ান্ত ফলাফল ঘোষণায় ৫ দিন পর প্রার্থীতা বাতিলের যে অবৈধতা বা অনিয়ম সেটার অবসান আমিও চাই। সব সিনিয়ররা এটা নিয়ে বিব্রত, লজ্জিত। আশা করি, আমি হাইকোর্টে ন্যায় বিচার পাবো।’