নাপা সিরাপে ক্ষতিকর কিছু পায়নি ঔষধ প্রশাসন অধিদপ্তর
সাদাকালো নিউজ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় ওষুধের তিনটি ব্যাচের নমুনা পরীক্ষা করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। পরীক্ষায় ওষুধে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে অধিদপ্তর।
সোমবার (১৪ মার্চ) বিকেলে রাজধানীর মহাখালীতে ঔষধ প্রশাসন অধিদপ্তরে এক ব্রিফিংয়ে এ কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক বলেন, শিশু দুটির মৃত্যুর কারণ জানা যাবে ভিসেরা প্রতিবেদন হাতে পাওয়ার পর। আশুগঞ্জের যে দোকান থেকে কেনা ওষুধ সেবনের পরে দুই শিশুর মৃত্যু হয়েছে, সেই দোকান থেকে আটটি বোতল জব্দ করা হয়েছে। এ ছাড়া বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের আরও দুটি ব্যাচের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই তিন ব্যাচের নাপা সিরাপে ক্ষতিকর কোনো উপাদান পাওয়া যায়নি।
তবে যে বোতলের সিরাপ শিশু দুটিকে খাওয়ানো হয়েছিল, সেটা পরীক্ষা করতে পারেনি ঔষধ প্রশাসন অধিদপ্তর বলে জানান মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ।
এর আগে গত শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় সারা দেশে ওই সিরাপের নমুনা সংগ্রহের নির্দেশ দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর।