নতুন বছরে যেসব কঠিন চ্যালেঞ্জের মুখে মেসি
নাফিজা আক্তার
ব্যক্তিগত অর্জনের দিক দিয়ে সবার চেয়ে ঢের ব্যবধানে এগিয়ে থেকে ২০২১ শেষ করেছেন লিওনেল মেসি। এই বছরই ২৮ বছরের খরা ঘুচিয়ে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা শিরোপা এনে দিয়েছেন মেসি। রেকর্ড সপ্তমবারের মতো জিতেছেন ব্যালন ডি’অর। সব মিলিয়ে ২০২১ সালে দুর্দান্ত সব সাফল্যগাঁথা এঁকেছেন মেসি।
এবার নতুন বছরের প্রথম দিনে ভক্ত-অনুরাগীদের অন্যরকম এক বার্তা দিলেন ক্ষুদে জাদুকর। চলতি বছরেও কঠিন সব চ্যালেঞ্জের মুখোমুখি মেসি। পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার চ্যালেঞ্জসহ রয়েছে কাতার বিশ্বকাপের পারফরম্যান্স।
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ এড়িয়ে নতুন বছরে সবার সুস্বাস্থ্যের প্রত্যাশাও করেছেন লিওনেল মেসি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আর্জেন্টাইন তারকা লিখেন, আমি ২০২১ সালে যা কিছু পেয়ে বেঁচে থেকেছি, সবকিছুর জন্য কেবল ধন্যবাদই দিতে পারি। এমনকি অনেক মানুষ এই শেষ না হওয়া করোনাভাইরাসের কারণে খারাপ সময় কাটানোর পরও। আশা করি ২০২২ সবার সুস্বাস্থ্য নিয়ে আসবে। নতুন বছরে আপনাদের সবার জন্য আমার এটাই প্রত্যাশা। সবাইকে উষ্ণ আলিঙ্গন।
২০২১ সালটি মিশ্রভাবে কেটেছে মেসির জন্য। বার্সেলোনার হয়ে একক পারফরম্যান্সে বরাবরের মতো উজ্জ্বল ছিলেন তিনি। দলীয় সাফল্যে জিতেছেন কোপা দেল রে শিরোপা। তবে পিএসজিতে নাম লিখিয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানে ১২ ম্যাচ খেলে মাত্র একটি গোল করতে পেরেছেন তিনি।
অবশ্য উয়েফা চ্যাম্পিয়নস লিগে পাঁচটি গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। এছাড়া আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে কোপা আমেরিকা শিরোপা জিতেছেন মেসি। সেই আসরে সর্বোচ্চ গোল ও এসিস্ট ছিল মেসির।