দেশের প্রথম ভূমি-গৃহহীনমুক্ত জেলা হচ্ছে পঞ্চগড়
সাদাকালো নিউজ
দেশের প্রথম জেলা হিসেবে পঞ্চগড়কে ‘ভূমি ও গৃহহীনমুক্ত’ ঘোষণা করতে যাচ্ছে সরকার। ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই স্লোগানে মুজিব শতবর্ষ উপলক্ষে পঞ্চগড়ে ভূমি ও গৃহহীন আরও ১ হাজার ৩১৩টি পরিবার নিজেদের বাড়ি পেতে যাচ্ছে। আর এর মাধ্যমে দেশের প্রথম জেলা হিসেবে ভূমি ও গৃহহীনমুক্ত জেলা হতে যাচ্ছে পঞ্চগড়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মাসের যেকোনো দিন পঞ্চগড়কে শতভাগ ভূমিহীন-গৃহহীন জেলা হিসেবে ঘোষণা দেবেন বলে জানা গেছে।
এর অংশ হিসেবে শেষ পর্যায়ের কাজ শেষ করতে ব্যস্ত জেলা ও উপজেলা প্রশাসন। তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপের এসব বাড়ি হস্তান্তরের মাধ্যমে জেলার মোট ৪ হাজার ৮৫০টি ভূমিহীন-গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। প্রধানমন্ত্রীর উপহারের দুই শতক জমির মালিকানার সঙ্গে এই বাড়িতে থাকছে দুটি করে শোয়ার ঘর, একটি রান্নাঘর, একটি শৌচাগার, বারান্দা, বৈদ্যুতিক ব্যবস্থা ও নিরাপদ পানির জন্য নলকূপ।
পঞ্চগড় জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ের ২ হাজার ৪৩৪টি একক গৃহের মধ্যে প্রথম ধাপে গত ঈদুল ফিতরের আগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ১ হাজার ২১টি একক গৃহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বাকি ১ হাজার ৩১৩টি বাড়ির নির্মাণকাজও এরই মধ্যে শেষ হয়েছে। চলতি মাসেই এসব বাড়ি উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করার কথা রয়েছে।