দূরত্ব ভুলে ফের একসঙ্গে রিয়াজ-পূর্ণিমা!
নাফিজা আক্তার
অভিনেতা রিয়াজ এবং নায়িকা পূর্ণিমার রসায়ন সম্পর্কে ভালো করেই জানেন ঢালিউডের দর্শক। একটা সময় আকাশে-বাতাসে ছড়িয়ে পড়েছিল তাদের প্রেমের গুঞ্জন। কিন্তু একটা সময় দুজনের পথ বেঁকে যায় দু’দিকে। এরপর থেকে তারা একসঙ্গে কাজ করা তো দূরের কথা, কথা পর্যন্ত বলতেন না।
সম্প্রতি শোবিজ পাড়ায় গুঞ্জন ওঠেছে, দীর্ঘ বিরতি ভেঙে ফের এক হতে চলেছেন রিয়াজ-পূর্ণিমা। কাজ করবেন একসঙ্গে। ছবির নাম ‘যোদ্ধা’। যেটি পরিচালনা করবেন এস এ হক অলিক।
এই পরিচালকের নির্দেশনায় এর আগে ২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ এবং ২০০৮ সালে ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ ছবি দুটিতে অভিনয় করেছেন রিয়াজ-পূর্ণিমা জুটি। দুটিই ছিল সুপারহিট। সেই পরিচালকের হাত ধরেই ফের তারা পর্দায় ফিরছেন বলে কয়েকটি গণমাধ্যমে খবরও ছেপেছিল।
কিন্তু এই খবরকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। তিনি দেশের একটি গণমাধ্যমকে জানান, অলিক ভাই দারুণ একজন নির্মাতা। আমার সঙ্গে তার ফোনে কথা হয়েছে। কিন্তু সেটা ছবি নিয়ে নয়। যে ছবি নিয়ে কথাই হয়নি, সেই ছবি নিয়ে তো আমি কিছু বলতে পারি না।
জানা গেছে, সরকারি অনুদানপ্রাপ্ত ছবি ‘যোদ্ধা’। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে এটি নির্মাণ করবেন এস এ হক অলিক। এ ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। এই ছবিতে পূর্ণিমা নেই- এটাই আপাতত খবর। রিয়াজও আছেন কিনা, তাও নিশ্চিত হওয়া যায়নি।