তৃতীয় বিচ্ছেদ হয়নি, চতুর্থ প্রেমিকের সঙ্গে থাকছেন শ্রাবন্তী!
নাফিজা আক্তার
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সিনে পাড়া ছাড়াও সোশ্যাল মিডিয়ায় সবসময় চর্চায় থাকেন তিনি। নতুন নতুন নানা ঘটনার জন্ম দিয়ে গেল বছর পার করেছেন এই অভিনেত্রী। নতুন বছরে চতুর্থ প্রেমিক আর পোশাক বিতর্ক নিয়ে আবারও খবরের শিরোনামে এসেছেন নায়িকা।
তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে এখনও আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রীর। তার মধ্যে নতুন প্রেমে মজেছেন তিনি; যদিও এমন খবর বেশ পুরোনো। এবার নতুন খবর হচ্ছে, প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীকে নিয়ে দুবাইয়ে বেড়াতে গেছেন শ্রাবন্তী। গত বছরের মার্চ থেকে শ্রাবন্তী ও অভিরূপ ডেট করছেন। কলকাতার বাইপাসের ধারের একই বহুতল আবাসনে থাকেন তারা।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, শ্রাবন্তীর অন্তর্জালজুড়ে শুধুই দুবাই সফরের ছবি। তবে এই ছবি শুধু যে ঘুরে বেড়ানোর, না কি অভিনেত্রী সেখানে কোনও কাজে গেছেন সে ব্যাপারে কিছু জানা যায়নি। তবে সেখানে শ্রাবন্তীর সঙ্গে তাঁর প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীও রয়েছেন।
এদিকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা নায়িকার একটি বিতর্কিত ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। ওই ছবিতে শ্রাবন্তীকে দুবাইয়ের রাস্তায় খোলামেলা পোশাকে দেখা গেছে। আর এমন ছবি দেখে চটেছেন নেটিজেনদের একটি বড় অংশ।
অন্যদিকে শোনা গেছে, দুবাই ঘুরতে গিয়ে প্রেমিক নিয়ে সেভেন স্টার হোটেলে থাকছেন শ্রাবন্তী। সেখান থেকেই একের পর এক ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করে চলেছেন। দুবাইয়ে শ্রাবন্তী যে বিলাসবহুল হোটেলটিতে থাকছেন সেখানে একরাত থাকতে খরচ পড়ে প্রায় ২ লাখ টাকা। হোটেলটির ডুপ্লেক্স স্যুইটগুলিতে একরাত কাটানোর খরচ ৮ লাখ টাকারও বেশি।