ঢামেক হাসপাতালে এক প্রসূতির পাঁচ সন্তানের জন্ম
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। জন্মের কিছু সময় পর অবশ্য এক নবজাতক মারা গেছে। বাকি চারজনকে হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নরসিংদীর শিবপুর উপজেলার মামুন মিয়ার স্ত্রী মানসুরা বেগম প্রসববেদনা নিয়ে হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন। সকাল ১০টার দিকে মানসুরার স্বাভাবিক প্রসব হয়। তিনি একটি ছেলে ও চারটি মেয়েসন্তান জন্ম দেন।
হাসপাতালের নবজাতক বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার সাবিহা সুলতানা দুপুরে গণমাধ্যমকর্মীদের বলেন, অপরিণত হওয়ায় জন্মের কিছু সময় পর চিকিৎসাধীন অবস্থায় এক নবজাতক কন্যা মারা গেছে। বাকি চার নবজাতকের অবস্থাও ভালো নয়। তাদের ওজনও কম।
সাবিহা সুলতানা বলেন, ‘চার নবজাতককে ইনকিউবিউটরে রাখা হয়েছে। আমরা তাদের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
মানসুরার স্বামী মামুন মিয়া পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক। তিনি তার বেঁচে থাকা চার সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
মানসুরার শাশুড়ি কারিমা বেগম বলেন, পাঁচ নাতি-নাতনি হওয়ায় তিনি খুব খুশি হয়েছিলেন। জন্মের পর একজন মারা যাওয়ায় এখন তাঁর মন খুবই খারাপ। তা ছাড়া বাকি চার শিশুর অবস্থা শুনে তিনি খুবই চিন্তিত।