জয়ের দৌড়ে শীর্ষে এখন মেসি; তাঁর হাতেই উঠবে সপ্তম ব্যালন ডি’অর?
সাদাকালো নিউজ ডেস্ক
ব্যালন ডি’অর হচ্ছে মৌসুমজুড়ে একজন ফুটবলারের নৈপুণ্যের স্বীকৃতি । সেই তালিকায় এবার চলছে খুব আলোচনা কখনো এগিয়ে যাচ্ছেন তরুন এমবাপ্পে কখনো কিংবা হল্যান্ড আবার কখনো এগিয়ে অভিজ্ঞ মেসি, রোনালদো বা লেভানডভস্কি।
সর্বশেষ এই দৌড়ে এগিয়ে থাকাদের নিয়ে তালিকা প্রকাশ করেছে স্পোর্টস সাময়িকী গোল ডটকম । সেই তালিকায় শীর্ষে উঠে এসেছেন আর্জেন্টাইন ও বার্সেলোনা তারকা লিওনেল মেসি। কোপা আমেরিকায় সর্বোচ্চ চার গোলের সঙ্গে চার অ্যাসিস্ট ।
অনেকটা তার একক নৈপুণ্যেই আর্জেন্টিনা ২৮ বছরের খরা কাটিয়ে শিরোপা জিতেছে কোপা আমেরিকা ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ধরাশায়ী করে। এই আসরের সেরা খেলোয়াড় আর সর্বোচ্চ গোলদাতাও মেসি। সব মিলিয়ে লিওনেল মেসির ক্লাব ও নিজ দেশের হয়ে চলতি মৌসুমে আছে ৩৩ গোল আর তেরো অ্যাসিস্ট ।