জ্যাকলিনের সঙ্গে অন্তরঙ্গতা নিয়ে নতুন তথ্য দিলেন সুকেশ
নাফিজা আক্তার
আলোচিত ২০০ কোটি রুপি আর্থিক প্রতারণার মামলার আসামি সুকেশ চন্দ্রশেখর ও বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের মধ্যে সম্পর্কের কথা শোনা গেছে আগেই। এবার সুকেশ নিজেই প্রেমের কথা স্বীকার করলেন।
আইনজীবীর মাধ্যমে গণমাধ্যমে একটি প্রেস বিবৃতি প্রকাশ করেছে সুকেশ। সেখানে নিজের এবং জ্যাকলিনের সঙ্গে সম্পর্ক নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন।
এতে সুকেশ দাবি করেছেন, জ্যাকলিনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিলো। তাছাড়া এখনই তাকে প্রতারক হিসেবে চিহ্নিত করা মোটেও উচিত নয়। কারণ তিনি অভিযুক্ত মাত্র, দোষী সাব্যস্ত হননি। পাশাপাশি তিনি মনে করেন, প্রেমজীবনের সঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনও সম্পর্ক নেই।
যদিও এ বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন জ্যাকলিন।
বর্তমানে বলিপাড়ায় সুকেশ চন্দ্রশেখর নামটি নিয়ে তোলপাড় চলছে। সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে যে চার্জশিট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সেখানে উঠে এসেছে, সুকেশ একজন জাত প্রতারক। তার কাছ থেকে ১০ কোটি টাকা নিয়েছেন জ্যাকলিন। এর মধ্যে রয়েছে ৫২ লাখ টাকার একটি ঘোড়া এবং ৯ লাখ টাকার একটি পার্সিয়ান বিড়াল। এছাড়াও তিহার জেলে বন্দি থাকা অবস্থাতেই এক ব্যবসায়ীর স্ত্রীর কাছ থেকে ২০০ কোটি টাকা আদায়ও করেছেন সুকেশ।
জ্যাকলিন ছাড়াও অভিনেত্রী নোরা ফাতেহির নামও উল্লেখ রয়েছে চার্জশিটে। নোরাকে একটি দামি গাড়ি উপহার দেয় সুকেশ। জেলে থাকা অবস্থাতেই জ্যাকলিনের সঙ্গে ফোনে তিনি কথা বলতেন সুকেশ।
অভিযোগ আছে, সুকেশের হাতে যে আইফোন ১২ রয়েছে, সেটা দিয়েই তিনি ইজরায়েলের সিমকার্ডের সাহায্যে প্রতারণা করেন।
বর্তমানে দিল্লির রোহিণী জেলে বন্দি রয়েছেন চন্দ্রশেখর। ২০০ কোটি টাকার প্রতারণার পাশাপাশি আরো ২০টি বিভিন্ন আর্থিক প্রতারণার মামলার আসামি তিনি।