জায়েদকে ফেরেশতা বললেন সোহেল রানা
নাফিজা আক্তার
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে আদালতে লড়াই চলছে। এক প্রান্তে চিত্রনায়ক জায়েদ খান। অন্য প্রান্তে নায়িকা নিপুন আক্তার। এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জয়ী হবেন, তা জানতে আরও একদিন অপেক্ষা করতে হবে। কিন্তু এই ইস্যুতে কাদা ছোঁড়াছুড়িতে বিরক্ত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা সোহেল রানা। হতাশা প্রকাশ করে তিনি বলেন, শুধু জায়েদ একা টার্গেট হচ্ছে কেন? আমি তো এটা বুঝতে পারছি না। এটা আমার মাথার মধ্যে ঢুকছে না। আমার বন্ধু-বান্ধব আমার কাছে জিজ্ঞাসা করেছে, আমিতো বুঝতে পারছি না ও কী করেছে। আমার বাসায় তো সারাজীবনে দু-চারবার এসেছে। হি ওয়াজ ভেরি পোলাইট, জেন্টেল।
দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সোহেল রানা বলেন, আমরা যখন বাইরে গেছি পিকনিকে, প্রচণ্ড রকমভাবে সে খাটাখাটি করেছে এবং এই করোনার সময় ওরা যেটা করেছে, সুচরিতার কথা আমার ভালো লেগেছে, কবরী আপার দেহটা নিয়ে ওদের দু‘জনের ছবি যখন সামনে দেখলাম, তখন মনে হলো ওরা কী মানুষ, না আল্লাহ তায়লার পাঠানো কোনো ফেরেশতা। তিনি বলেন, নির্বাচন ইস্যুটা বড় করা উচিত হয়নি। আমার কাছেও তো প্রচণ্ডভাবে মনে হয়েছে, সামথিং হোয়াট উই আর ডুইয়িং, কল্পনাতীত ব্যাপার। এবং তাদের এত বদনাম কেন?
নিপুন ও জায়েদের দ্বন্দ্ব প্রসঙ্গে তিনি বলেন, নিপুণ আমার একটা ছবিতে কাজ করেছে, আমি ওর সম্পর্কে কিছু বলতে পারব না। ভালো-মন্দ কিছুই জানি না আমি ওর সম্পর্কে। আমি শুধু এটুকু অনুরোধ করতে পারব যে, ছোট হিসেবে ওকে এবং জায়েদকে ছোট ভাই হিসেবে যতটুক গেছো, ইটস নট গুড, এটা দেখতে সুন্দর লাগছে না। যেমনটা একটা ফুলকে গাছ থেকে ছিঁড়ে তোমরা পায়ে দোলছো। আমাদের কাছে তো সেরকম কষ্ট লাগছে, যে তোমরা চলচ্চিত্র জগতের সুন্দর জগতটাকে পায়ে পিষছো।